।। প্রথম কলকাতা ।।
সৌদি আরবে অভিষেক হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে রিয়াদ এসটি ইলেভেন। এসটি ইলেভেনের অধিনায়ক মনোনীত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড পিএসজির বিপক্ষে সৌদি আরবের দলের আল হিলাল এবং আল নাসরের খেলোয়াড়দের নিয়ে একটি দলকে নেতৃত্ব দেবেন। পিএসজি দলে থাকছেন বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি।
রিয়াদ এসটি ইলেভেনে থাকছেন ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে গ্রুপ-পর্যায়ে জয়ে গোল করা সৌদি আন্তর্জাতিক খেলোয়াড় সালেম আল-দাওসারি এবং সৌদ আবদুলহামিদ। বৃহস্পতিবার রিয়াদে একটি বহুল প্রত্যাশিত লড়াই হতে চলেছে। জানা গেছে, ২ মিলিয়নেরও বেশি অনলাইন টিকিটের অনুরোধ করা হয়েছে।
রোনাল্ডো একটি বিস্ফোরক সাক্ষাত্কারের পরে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পারস্পরিকভাবে বিচ্ছেদ হওয়ার পরে আল-নাসরে যোগদান করেছিলেন। এপ্রিল মাসে একজন ভক্তের হাত থেকে ফোন ফেলে দেওয়ার কারণে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আরোপিত স্থগিতাদেশের কারণে আল-নাসরের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী তারকা। অবশেষে সৌদি আরবে অভিষেক হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।