।। প্রথম কলকাতা ।।
Christmas Tree: বড়দিন বা ক্রিসমাস (Christmas) মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা শীতের সন্ধ্যা, শঙ্কু আকৃতির পাইন গাছ আর সেটি সাজানো আলো দিয়ে। একই সঙ্গে ওই গাছ থেকে ঝুলছে বল, তারা ইত্যাদ। বিভিন্ন ধরনের সাজসজ্জার জিনিস । এই ছবিটা আমাদের খুবই চেনা। ক্রিসমাসের দিন রঙবেরঙের জিনিস দিয়ে সাজিয়ে (Decorations) তোলা হয় সবুজ রঙের পাইন গাছটিকে। কারণ এই ক্রিসমাস ট্রি (Christmas Tree) ছাড়া একেবারেই অসম্পূর্ণ বড়দিন। প্রথম উত্তর ইউরোপে ক্রিসমাস ট্রির প্রচলন শুরু হয়, এমনটাই বলছে বাইবেল (Bible)।
সেই সময় যদিও ক্রিসমাস ট্রিকে সুখ এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে মনে করতেন উত্তর ইউরোপীয়রা। তাদের ধারণা ছিল বাড়িতে যদি সবুজ পাইন গাছ থাকে তবে কোনরকম অশুভ শক্তির আনাগোনা হয় না। আর এই ধ্যান ধারণা থেকেই বড়দিনে বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানোর রীতি শুরু হয়। এখনও পর্যন্ত সেই রীতি চলে আসছে। এখন আসল পাইন গাছ সকলের বাড়িতে না থাকার কারণে আর্টিফিশিয়াল পাইন গাছের ব্যবহার করা হয়। সেই গাছগুলিকেও সাজিয়ে তোলা হয় চকলেট, বেল, তারা, খেলনা অথবা ঘণ্টা দিয়ে। যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগে। তবে জানেন কি ক্রিসমাস ট্রি সাজানোর জন্য যা যা ব্যবহার করা হয় সেগুলি প্রত্যেকটি আলাদা আলাদা অর্থ বহন করে। যেমন-
- একেবারে মাথার ওপরে থাকা ঝলমলে উজ্জ্বল তারা। এই তারাটি বেথলেহেমের উজ্জ্বল নক্ষত্রের প্রতীক। যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তিন জ্যোতিষী বা ম্যাজাইকে আস্তাবলের রাস্তা দেখিয়ে দেওয়ার কাজ করেছিল আকাশের সবথেকে উজ্জ্বল তারাটি। ক্রিসমাস ট্রির মাথার উপরে যে তারাটি থাকে সেটাই ওই উজ্জ্বল তারা।
- ক্রিসমাস ট্রি সাজানোর সময় বিভিন্ন রঙ ব্যবহার করা হয়। যেমন ধরুন লাল , সোনালী, রূপালী রঙের বিভিন্ন জিনিস। লাল রঙ যিশুর রক্তের প্রতীক হিসেবে ধরা হয়। রুপালি এবং সোনালী রঙ হল সমৃদ্ধি আর আশীর্বাদের প্রতীক । এছাড়াও গাছের সবুজ রঙ ঈশ্বরের আশীর্বাদের প্রতীক ।
- ক্রিসমাস ট্রি সাজানোর সময় প্রচুর আলো এবং ছোট ছোট ঘণ্টার ব্যবহার করা হয় । আলো দিয়ে গাছটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। মনে করা হয় ক্রিসমাস ট্রিকে ঘিরে যে আলো থাকে সেইগুলি আকাশের কোটি কোটি তারার সমান। এছাড়াও ওই ছোট ছোট ঘন্টা গুলি পথ প্রদর্শক হিসেবে কাজ করে।
- বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানোর জন্য এক ধরনের বল ব্যবহার করা হয়। এগুলিকে ক্রিসমাস বল বলে । যেগুলি বেশ ঝকঝকে হয়। এইগুলি ইতিবাচক আত্মার প্রতীক অর্থাৎ আরও ভালোভাবে বলতে গেলে স্বর্গ সুখের প্রতীক এই ক্রিসমাস বল।
- যে পাইন গাছটি ব্যবহার করা হয় সেটার পেছনেও নির্দিষ্ট অর্থ রয়েছে। পাইন গাছের আকৃতি ঠিক শঙ্কুর মত হয়। মনে করা হয় এই গাছটি উর্বরতা এবং মাতৃত্বের প্রতীক।
- যারাই নিজেদের বাড়িতে ক্রিসমাস ট্রি সাজিয়ে তোলেন তারা ক্রিসমাসের দিন পরিবারের সকল সদস্যের জন্য উপহার এনে রাখেন ওই ক্রিসমাস ট্রির নিচে। এর মাধ্যমে স্মরণ করে নেওয়া হয় যে তাঁরা যা কিছু পেয়েছেন সবকিছুই ঈশ্বরের দৌলতে। যিশু তাঁর নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই মানব সমাজের জন্য । তাই মানব জাতিকে সবসময় ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত।
বিদেশে ক্রিসমাসকে নিয়ে বেশ উন্মাদনা দেখতে পাওয়া যায় । থ্যাংকস গিভিং পর্ব মিটলেই প্রত্যেকটি বিদেশি বাড়িতে ক্রিসমাস ট্রির সাজসজ্জা নিয়ে চিন্তা শুরু হয় বাড়ির সামনে সুন্দর করে ক্রিসমাস ট্রি সাজিয়ে তোলা হয়। অনেকে আবার বাড়ির ভেতরেও এই ক্রিসমাস ট্রি সাজিয়ে থাকেন । বাচ্চারা ক্রিসমাস ট্রি সাজানোর কাজে ভীষণ উৎসাহ প্রকাশ করে । বর্তমানে ভারতেও বড় দিনকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই বলাই যায় বড়দিন শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য নয়, বড়দিন মানবজাতির উৎসব।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম