।। প্রথম কলকাতা ।।
Burn Home Remedies: বাড়ির গৃহিনীদের রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়ার ঘটনা তো প্রায়শই ঘটে। ভীষণ জ্বালাও করে। তার ওপর আবার ফোসকা পড়ার ভয়। কিন্তু জানেন কি আপনার হাতের কাছেই রয়েছে সমাধান। তৎক্ষণাৎ যদি সেই টিপস মানতে পারেন, তাহলে চট করে হাত জ্বালা থেকেও মুক্তি পাবেন। সেইসাথে ফোসকা পড়ারও কোনও ভয় থাকবে না। রান্না বা অন্য কোনও কাজ করার সময় হালকা হাত পুড়ে যাওয়া খুব একটা অদ্ভুত ব্যপার নয় কিন্তু হাত বা অন্য জায়গায় সামান্য পুড়ে গেলে ভয়ানক জ্বালা করতে থাকে, ত্বক লাল হয়ে যায় এবং ফোস্কা পড়ার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে, আপনি কিছু ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন তাহলে সেই জ্বালা থেকো যেমন মুক্তি পাবেন তেমনই আবার ফোস্কাও পড়বে না। তাহলে আর কি দেরি না করে চলুন জেনে নেওয়া যাক পোড়া জায়গায় জ্বালাপোড়া এবং ফোসকা থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ ও কার্যকরী টিপস।
- কোনও জায়গা পুড়লে ফোস্কা পড়ার আশঙ্কা থাকে। সেজন্য পোড়ার পরপরই একটি কলা ভালো করে মাখিয়ে পেস্ট তৈরি করুন এবং সেই পেস্টটি পোড়া জায়গায় ক্রিমের মতো লাগান। এতে ত্বকের জ্বালাপোড়া কমে এবং ফোস্কা পড়ার আশঙ্কা কমে।
- পোড়া জায়গায় জ্বালাপোড়া থেকে মুক্তি পেতে আলু ঘষলেও দারুন উপকার মিলবে। আলু ঘষে নিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। তারপর সঙ্গে সঙ্গে পুরে যাওয়া স্থানে লাগান। তাহলে আর ফোস্কা পড়ার কোনও ভয় থাকবে না এবং জ্বালাপোড়া থেকেও উপশম মিলবে।
- ডিমের সাদা অংশ লাগালেও কিন্তু দারুন কাজ দেয়। পোড়া জায়গায় শীতল অনুভব করবেন যার ফলে জ্বালাপোড়া থেকে মুক্তি পাবেন সেইসঙ্গে ফোসকাও পড়বে না।
- পোড়া ত্বকের উপর সরাসরি অ্যালভেরা জেল লাগান। এরফলে জ্বালা কমে যেমন ঠান্ডা অনুভূতি হবে, তেমনই ক্ষতও সারবে তাড়াতাড়ি।
- পোড়া জায়গায় ভিনিগার ব্যবহার করলেও অনেক উপশম হয়। ভিনিগার অ্যাস্ট্রিঞ্জেন্ট এবং অ্যান্টিসেপটিক, যা সংক্রমণ প্রতিরোধ করতে পারে। ১ চামচ ভিনেগারে ৩ চামচ জল যোগ করে একটি দ্রবণ তৈরি করুন এবং তুলোর সাহায্যে পোড়া জায়গায় লাগান। এটি করলে কিছুক্ষণ পর ব্যথায় আরাম পাওয়া যায়।
- মেহেন্দি পাতা খুব ঠান্ডা, যা পোড়া জায়গায় ব্যবহার করলে জ্বালাপোড়া থেকে আরাম পাওয়া যায়। হাতের কাছে যদি মেহেন্দি গাছ থাকে তাহলে মেহেন্দি পাতা ভাল করে ধুয়ে পেস্ট করে নারকেল তেল মিশিয়ে পোড়া জায়গায় লাগিয়ে রাখুন। পোড়া জায়গায় মেহেন্দি পাতার পেস্ট লাগালে জ্বালা পোড়া কমে।
- ত্বক পুড়ে গেলে চটজলদি জ্বালাভাব কমাতে পারে লিকার চা। ৩-৪টি লিকার চায়ের টি-ব্যাগ এক কাপ ঠাণ্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখুন। সঙ্গে ছড়িয়ে দিন কিছু বরফ কুঁচি। কিছুক্ষণ পর সেই লিকার চা একটি তুলার সাহায্যে ত্বকের পোড়া অংশে অল্প অল্প করে লাগাতে থাকুন। দেখবেন উপকারটা খুব জলদি অনুভব করছেন।
- পোড়া সারাতে দইও খুব ভাল কাজ করে। তবে সঙ্গে সঙ্গে লাগালে জ্বালা আরও বেড়ে যাবে। পুড়ে যাওয়ার অন্তত ৩০ মিনিট পর দই লাগালে আরাম পাবেন।
মনে রাখবেন খুব সামান্য পুড়ে গেলেই কিন্তু এসব ঘরোয়া পদ্ধতির সাহায্য নিতে পারেন। যদি বেশি পুড়ে যায় বা বেশি জ্বালা করে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম