।। প্রথম কলকাতা ।।
Kalyani University: বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। কল্যাণীতেও সি ভি আনন্দ বোসকে কালো পতাকা তৃণমূলের। রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই কল্যাণী সীমান্ত রেলগেটের কাছে তাঁকে কালো পতাকা দেখানো হয়। সঙ্গেই স্লোগান ওঠে গো ব্যাক। বিক্ষোভকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড। বিক্ষোভকারীদের পোস্টারে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলেও কটাক্ষ করা হয়েছে। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও রাজ্যের শাসক দলের সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছেন রাজ্যপাল।
উল্লেখ্য, এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ৩০ তম সমাবর্তন অনুষ্ঠান করা হয়েছে, তাতেই আচার্য হিসাবে উপস্থিত থাকতে সেখানে হাজির হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেই বিশ্ববিদ্যালয় চত্বরে পা রাখতেই শাসক দলের কর্মীরা তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তুললেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলার ১০০ দিনের কাজের টাকা বিপুল টাকা বকেয়া রয়েছে। বারবার আবেদন জানিয়ে আন্দোলন করেও সেই বকেয়া মেলেনি। এর প্রতিবাদেই এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মূল ফটকের সামনে রাজ্যপালকে কালো পতাকা দেখায় তৃণমূল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম