।। প্রথম কলকাতা।।
New TMC Bhawan : ১ জানুয়ারি দিনটিতেই প্রথম জন্ম হয় তৃণমূল কংগ্রেস দলটির। আজ তাঁর ২৫তম প্রতিষ্ঠা দিবস। রবিবার সকালেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee) দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠা দিবসের ( Foundation Day) শুভেচ্ছা বার্তা জানিয়েছেন । আর একই সঙ্গে আজ তৃণমূলের নতুন ভবন ( New TMC Bhawan) তৈরির কাজ শুরু হয়ে গেল। মন্ত্র পড়ে পুজো-অর্চনার মাধ্যমে নতুন ভবনের প্রথম ইট নিজে হাতে রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তপসিয়ায় ( Topsia) এই নতুন তৃণমূলের ভবন তৈরির কাজ যেখানে শুরু হবে ঠিক সেই জায়গাটিতেই ছিল পুরনো তৃণমূল কার্যালয় । কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করার পর দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরনো ভবনকে ভেঙে আবার নতুন করে তৈরি করা হবে তৃণমূল কার্যালয়। যদিও তৃণমূল ভবন ভাঙার কাজ শুরু হয়েছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর। সেই কাজ সমাপ্ত হয়েছে। ২০২৩ সালের প্রথম দিনে সম্পন্ন হল নতুন ভবনের ভিত পুজোও।
তপসিয়ার ওই পুরনো তৃণমূল ভবনটি ২০০২ সালে তৈরি করা হয়েছিল । তারপর ২০২১ সাল পর্যন্ত সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল পুরনো তৃণমূল ভবন । ওই কার্যালয়েই দলকে পরিচালনা করার সব রকম সিদ্ধান্ত নিতেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে সেই জায়গাতেই দাঁড় করানো হবে নতুন একটি বিল্ডিং । যখন পুরনো কার্যালয়টি ভাঙার কাজ শুরু হয় তখন দলের কাছে কোন নির্দিষ্ট স্থায়ী কার্যালয় ছিল না। কয়েক দিনের জন্য বাইপাসের ধারে একটি বাড়িতে অস্থায়ী কার্যালয় তৈরি করা হয়েছিল ভাড়া নিয়ে। রবিবার এই অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য সভাপতি সুব্রত বক্সী ( Subrata Bakshi) এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্বরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম