।। প্রথম কলকাতা ।।
স্মার্টওয়াচের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলে এটি শুধু সময় দেখায় না তার সাথে একাধিক অ্যাক্টিভিটি ট্র্যাক করতেও সাহায্য করে। তাছাড়া কাজ আরও সহজ করে দেওয়ার জন্য বর্তমান স্মার্টওয়াচগুলিতে কলিং পরিষেবাও থাকে। অর্থাৎ পকেট থেকে আর ফোন বের করারও দরকার নেই। সরাসরি স্মার্টওয়াচে বাটন টিপলেই আপনার ওয়্যারলেস ইয়ারফোনে কথোপকথন শুরু হয়ে যাবে।
এই সমস্ত সুযোগ-সুবিধা নেয়ার জন্য অনেকেই চিরাচরিত ঘড়ি ছেড়ে স্মার্টওয়াচের দিকে ঝুঁকছেন। কিন্তু বুঝতে পারছেন না কোনটি নেবেন কারণ বাজারে এত বিকল্প। তাই সঠিক বিকল্পটি বেছে নেয়ার জন্য পাঁচ সেরা বাজেট স্মার্টওয়াচের সন্ধান রইল। এই প্রত্যেকটির দাম ২ হাজার টাকার নিচে।
1. Fire Boltt Ninja 3/ Zebronics ZEB-FIT 3220CH
Fire Boltt Ninja 3 এ রয়েছে 1.69 ইঞ্চি ডিসপ্লে, 60 টি স্পোর্টস মোড, হার্ট রেট ও SpO2 ট্র্যাকিং ফিচার। এটি IP68 রেটিং যুক্ত ওয়াটার ও ডাস্টপ্রুফ। ব্যাটারি লাইফ দেয় সিঙ্গেল চার্জে টানা 7 দিন।
অন্যদিকে Zebronics ZEB-FIT 3220CH এর রাউন্ড ডিসপ্লে, সাইক্লিং, রানিং, ওয়াকিং সহ 8 টি স্পোর্টস মোড, বিল্ট ইন গেমস, একাধিক হেলথ ফিচার, 100 টির বেশি ওয়াচ ফেস এবং ম্যাগনেটিক ডক চার্জিংয়ের সুবিধা রয়েছে এটিতে।
দাম – অ্যামাজনে Fire Boltt Ninja 3 এর দাম 1499 টাকা এবং Zebronics ZEB-FIT 3220CH এর দাম 1199 টাকা।
আরও পড়ুন : মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না
2. Noise ColorFit Pulse
1.4 ইঞ্চি HD ডিসপ্লে রয়েছে এটিতে। কোম্পানির দাবি অনুযায়ী, 10 দিন ব্যাটারি লাইফ প্রদান করে স্মার্টওয়াচটি। হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকিং, এবং SpO2 ইত্যাদি হেলথ ফিচার রয়েছে। এ ছাড়াও ক্যালোরি ট্র্যাক করা যায় ক্যালোরি ট্র্যাকারের মাধ্যমে। পাশাপাশি সাইক্লিং, রানিং, ওয়াকিং সহ একাধিক স্পোর্টস মোড রয়েছে। এটি IP68 ওয়াটার রেসিস্ট্যান্ট এবং ‘Find My Phone’ ফিচারের সাথে আসে, যার মাধ্যমে ফোন হারিয়ে গেলে সেটি ট্র্যাক করতে পারবেন।
দাম – অ্যামাজনে এটির দাম 1599 টাকা।
3. Noise ColorFit Pulse Grand
1.69 ইঞ্চি ডিসপ্লে স্মার্টওয়াচটির। মাত্র 15 মিনিট চার্জিংয়ে এটি টানা 25 ঘন্টা ব্যাটারি লাইফ প্রদান করে। এটিতে কল এবং টেক্সটের রিপ্লাই দেওয়া যাবে। এতে 150 টি ওয়াচ ফেস রয়েছে এবং সাইক্লিং, রানিং, ওয়াকিং সহ 60 টির বেশি স্পোর্টস মোড উপস্থিত। 24 ঘন্টা হার্ট রেট মনিটর করা যাবে। স্ট্রেস লেভেল করা যাবে এবং অন্যান্য হেলথ ফিচারও রয়েছে। এটি IP68 রেটিংযুক্ত ওয়াটার এবং ডাস্টপ্রুফ স্মার্টওয়াচ।
দাম – অ্যামাজন এটির দাম 1599 টাকা।
আরও পড়ুন : Best 5G Phones: 20 হাজার টাকার নিচে সেরা পাঁচ 5G স্মার্টফোন! সবাই কিনছে, দারুণ ফিচার্স
4. BoAt Wave Call
এটির ডিসপ্লে 1.69 ইঞ্চি HD স্ক্রিন, 550 NITS এবং 70%কালার গ্যামুট সহ। এই স্মার্টওয়াচে স্পিকার ও ব্লুটুথ কলিংয়ের ফিচার রয়েছে। যা ‘Wave Call’ নামে স্মার্টওয়াচে অন্তর্ভুক্ত। পাশাপাশি এই স্মার্টওয়াচে 10 জন কন্ট্যাক্ট সেভ করা যাবে। ঘড়িটির ব্যাটারি লাইফ – ব্লুটুথ কলিং চালু থাকলে 2 দিন এবং স্বাভাবিক ব্যবহারে 10 দিন পর্যন্ত স্ট্যান্ডাবাই দেয়। হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকার, এবং SpO2 ট্র্যাকার সহ একাধিক ফিটনেস ও হেলথ ফিচার রয়েছে। 150 টির বেশি ওয়াচ ফেসও পাওয়া যাবে।
দাম – অ্যামাজনে স্মার্টওয়াচের দাম 1799 টাকা।
5. Fire Boltt Phoenix
এই স্মার্টওয়াচটি 1.3 ইঞ্চি রাউন্ড ডিসপ্লে, 240*240 হাই রেজোলিউসন ইনবিল্ট স্পিকার এবং একটি মাইক্রোফোন যুক্ত। এটিতে ফোনের কন্ট্যাক্ট সিঙ্ক করা যাবে, রয়েছে ব্লুটুথ কলিংয়ের সুবিধা। 120 টির বেশি স্পোর্টস মোড রয়েছে। এ ছাড়া এটির স্মার্ট হেলথ – HRS3300 প্রযুক্তির সাহায্যে দিনের যেকোনো সময় বা এমনকি কিছু ক্রিয়াকলাপ করার সময়ও হার্ট রেট ট্র্যাক করা যাবে। কোম্পানির দাবি, এটির অপটিক্যাল সেন্সর সঠিক ফলাফল নিশ্চিত করে। ফিট এবং সুস্থ থাকার জন্য আপনার রক্তের অক্সিজেনের মাত্রা নিরীক্ষণ করতেও সাহায্য করে।
দাম – অ্যামাজনে এটির দাম 1999 টাকা।