।। প্রথম কলকাতা ।।
Covid Sub-Variant: করোনার নয়া সংক্রমণ JN.১ নিয়ে আরও আতঙ্ক বাড়ছে৷ এই প্রজাতির সংক্রমণের ফলে ইনফেকশন লোড বাড়ছে বেশি ও হসপিটালাইজেশনও বাড়ছে৷ রাত পেরোলেই নতুন বছরের আগমন। যার কাউন্ট ডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর মাঝেই দেশের একাধিক রাজ্যে করোনা ভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট নিয়ে শুরু হয়েছে উদ্বেগ। ফের বেলেঘাটা আইডি হাসপাতালে প্রায় তিন মাস পরে তিন জন রোগী ভর্তি বলে খবর।
আনন্দবাজার পত্রিকা অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী, তিন জন করোনা সংক্রমিত রোগী বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছেন গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। সংক্ৰমিতদের মধ্যে ২ জন মহিলা ও ১ জন পুরুষ। জানা গিয়েছে, উল্টোডাঙার বাসিন্দা এক প্রৌঢ়ার ডায়ালিসিস করাতে গিয়ে কোভিড ধরা পড়ে। তখন তাঁকে ওই হাসপাতালে পাঠানো হয়। আবার সিওপিডি ও ম্যালেরিয়ায় আক্রান্ত এক প্রৌঢ়া ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমেরিকা ফেরত মধ্য বয়স্ক এক ব্যক্তি জ্বর-সর্দি-কাশি না কমায় করোনা পরীক্ষা করলে দেখা যায় তিনি কোভিড সংক্রমিত।
উল্লেখ্য, ডিসেম্বরের শুরু থেকেই JN.১ নামে নতুন একটি করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট এর প্রাদুর্ভাব দেখা যায়। বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে এই নতুন ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা। চিকিৎসকরা জানিয়েছেন এই ভ্যারিয়েন্ট আক্রান্ত হলে রোগীর শরীরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে, বমি হতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম