।। প্রথম কলকাতা।।
Narendra Modi: একদিনের সফরে বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শুক্রবার অর্থাৎ ৩০ তারিখ কলকাতায় (Kolkata) আসার কথা তাঁর। কিন্তু কী কারণে নমোর একদিনের এই সফর? উল্লেখ্য, ঐদিন হাওড়া স্টেশন থেকে ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর (Vande Bharat Express) উদ্বোধন করার কথা রয়েছে মোদীর। সেইসঙ্গে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও উপস্থিত থাকবেন তিনি। সোমবার রাতে নমোর (PM Modi) রাজ্য সফরের কর্মসূচি প্রকাশ্যে এসেছে।
‘আনন্দবাজার পত্রিকা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার সকালের দিকে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে করে পৌঁছাবেন রেস কোর্সের মাঠে। তার পর সেখান থেকে গাড়ি করে সোজা হাওড়া স্টেশন, যেখানে তাঁর হাতে পথচলা শুরু করবে ‘বন্দে ভারত এক্সপ্রেস’। সেই অনুষ্ঠান শেষ করে গার্ডেনরিচে (Garden Reach) ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়ে পৌঁছাবেন নরেন্দ্র মোদী। যেখানে নেতাজির (Netaji) মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং ‘নমামি গঙ্গে’ ও ‘ডিডব্লিউএস’-এর একটি প্রদর্শনীতে হাজির হবেন। ‘নমামি গঙ্গে’র কাজ কেমন হচ্ছে তা খতিয়ে দেখবেন মোদী। তারপর সেখান থেকে যাবেন জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। এর পর দুপুরের খাওয়া-দাওয়া সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন নমো।
সমস্ত কিছু ঠিক থাকলে এই কর্মসূচি মেনেই সব কাজ হবে। শেষ ২০১৯-এর ডিসেম্বরে কানপুরে (Kanpur) গঙ্গা পরিষদের বৈঠক হয়েছিল। যেখানে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড উপস্থিত ছিল না। প্রধানমন্ত্রী নিজে ওই পরিষদের সভাপতি। পরিষদের সদস্য হিসাবে বৈঠকে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যার কারণে দেখা হতে পারে মোদী-মমতার। এবারে তাঁর সফর একেবারেই অরাজনৈতিক। কোনও রাজনৈতিক কর্মসূচি নেই, তাই এক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা আছে। এমনিতে কোনও রাজ্যে প্রধানমন্ত্রীর সফর থাকলে, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। এদিকে রাজ্য বিজেপির (BJP) পক্ষ থেকে মোদীকে একটি সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় তাতে হামি ভরে নি। সরাসরি বলে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষে সেই সভায় উপস্থিত থাকা সম্ভব নয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম