।। প্রথম কলকাতা ।।
২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার দলের দায়িত্বে থাকছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। ঘোষণা করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবার প্যারিসে এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর স্কালোনি তার চুক্তি নবায়ন করেছেন। কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী বিশ্বকাপে দলের দায়িত্বে থাকবেন স্কালোনি।
এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, “২০২৬ সাল পর্যন্ত সিনিয়র সিলেকশনের কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য ক্লডিও তাপিয়া এবং লিওনেল স্কালোনি বৈঠক করেছেন।” গত ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বজয়ে অনন্য ভূমিকা পালন করেছিলেন বিশ্বজয়ী এই কোচ। এই কৃতিত্বকে সম্মান জানাতে প্যারিসের সাল্লে প্লেয়েলে ২০২২ সালের সেরা ফিফা কোচের পুরস্কার তুলে দেওয়া হয় স্কালোনির হাতে।
Lionel Scaloni: #TheBest FIFA Men’s Coach 2022 👏 pic.twitter.com/j6HyKopWnw
— FIFA World Cup (@FIFAWorldCup) February 27, 2023
পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে স্কালোনি বলেন, “আমি এএফএ-র সভাপতির কাছে চির কৃতজ্ঞ এই অসাধারণ জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ খেলোয়াড়দের জন্য, যারা আমাদের গৌরব অর্জন করেছে। তাদের ছাড়া আমরা কিছুই অর্জন করতে পারতাম না।”
জর্জ সাম্পাওলির নেতৃত্বে কোচিং স্টাফের অংশ হিসাবে স্কালোনি আর্জেন্টিনার সঙ্গে তার কর্মজীবন শুরু করেছিলেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ১৬ থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এরপরই বরখাস্ত করা হয় কোচ জর্জ সাম্পাওলিকে। দলের দায়িত্ব তুলে দেওয়া হয় লিওনেল স্কালোনির হাতে। আর্জেন্টিনার কোচিং জীবনে প্রথম সাফল্য কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা। হারিয়ে যাওয়া দলটাকে খোলনলচে বদলে দেন এই বিশ্বজয়ী কোচ।