।। প্রথম কলকাতা ।।
Nail extension: শখ করে নেল এক্সটেনশন (Nail extension) করছেন। কেউ আবার বিয়ের আগে নানা রঙ দিয়ে সাজিয়ে তুলছেন নখ। কিন্তু নখ ভালো আছে কিনা সে খেয়াল রেখেছেন? নেল আর্ট বা নেল এক্সটেনশনে লুকিয়ে কোন বিপদ? এত টাকা খরচ করার আগে দুবার ভাবুন। সুন্দর দেখাতে গিয়ে বড় বিপদ ডেকে আনছেন না তো? কী বলেছেন বিশেষজ্ঞরা?
প্রতিটি মেয়েই সুন্দর এবং রঙিন নখ (Colourful nails) পছন্দ করে। এখন নেল আর্টের (Nail Art) ট্রেন্ড। নখ বড় করা সব সময় সম্ভব নয়? অনেকের আবার দাঁত দিয়ে নখ কাটার স্বভাব!এই সমস্যায় নেল এক্সটেনশন যাকে বলে একেবারে সেরা সলিউশন।বিশেষ করে বিয়ের আগে প্রত্যেকটি মেয়ে নেল আর্ট করছেন।আবার নখ বাড়াতে না পাড়ার কারণে এই কৃত্রিম নখেই আসল নখ পাওয়ার
সাধ পুরণ করছেন অনেকে। কম করে হাজার টাকা খরচেই ইচ্ছেপূরণ। কিন্তু জানেন কি? নেল আর্ট ও এক্সটেনশন করেই নখের কত বড় ক্ষতি করছেন? খেয়াল করে দেখেছেন?আপনার নখ পচে যাচ্ছে না তো?বিশেষজ্ঞরা কী বলছেন শুনুন
নেল পার্লারে (Nail Parlour) আপনার নখের উপর কৃত্তিম নখ লাগিয়ে দেওয়া হচ্ছে। তাতেই আসল বিপদ।নখের উপর আঠা দিয়ে কৃত্রিম নখ বসিয়ে দেওয়া হয়।তার উপর নানা কারুকাজ করা হয়।বিশেষজ্ঞদের মতে, নেল আর্টের (Nail Art) পলিশে থাকে মারাত্মক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ। যেটা আপনার নখের বারোটা বাজাচ্ছে ওই রাসায়নিকেই (Chemicals) নখের মান খারাপ হতে থাকে। আপনার ত্বক যদি সেনসেটিভ হয়।তাহলে নেল এক্সটেনশন থেকে দূরে থাকুন, মত বিশেষজ্ঞদের একাংশের।
অল্পতেই আপনার ত্বকে (Skin Problem) গোটায় ভরে যায়? সেনসিটিভ স্কিন (Sensitive Skin) হলে নখের দিকেও নজর দিতে হবে! নেল এক্সটেনশন করার সময় নখের উপর আঠা, জেল, রঙ, পলিশ ব্যবহার করা হয়।এগুলো আপনার নখ ও ত্বকের জন্য ভাল নাও হতে পারে।নানা রাসায়নিকে নখের কিউটিকলগুলো নষ্ট হয়ে যায়। নখে এক্সটেনশন লাগানোর সময় ঘণ্টা ২-৩ সময় লেগে যায়। অনেক মহিলারই ধৈর্য থাকে না। তাঁরা তাড়াহুড়ো করতে থাকেন তাতেই আরও বিপত্তি হয় । এক্সটেনশন উঠে আসে অল্প সময়ের মধ্যেই তখন নখের পরত উঠে আসে অনেকসময়। কৃত্তিম নখ যে সব সময় ভালো থাকবে এমনটা কিন্তু নয়! সাধারণত ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত ভাল থাকে। সুতরাং চাইলেই যে আপনি এটা খুলে ফেলতে পারবেন এমনটা নয়!কৃত্রিম নখ খোলার জন্য বিশেষ রিমুভার রয়েছে।
আর অবশ্যই মনে রাখবেন !হাতে নেট আর্ট করে কিংবা এক্সটেশন পরে ভাত মেখে খাবেন না। ভাত মাখার সময় নখ খুলে আসতে পারে। সেই নখ সোজা চলে যেতে পারে আপনার পেটে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম