৷৷ প্রথম কলকাতা৷৷
Saudi arab oil: সৌদি আরব আমেরিকাকে তেল দেওয়া বন্ধ করে দেবে৷ সৌদির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মারাত্মক সিদ্ধান্ত আমেরিকাকে ভুগতে হবে৷ ইজরায়েলের মিলিয়ন ডলারের লস করে দিচ্ছে আরব আমিরাত৷ মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্কের খরা হেভি সুযোগ তুলবে চিন৷ আমেরিকাকে যে তেল নিয়ে মারাত্মক ভুগতে হবে এই দিনটা আর বেশি দূরে নেই৷ সৌদি আরবের বিরুদ্ধে নোপেক বিল আনছে আমেরিকা৷ রেগে আগুন সৌদির সরাসরি হুঁশিয়ারি আমেরিকাকে তেল বেচা বন্ধ করে দেবে তারা এমনিতেই তেলের উত্পাদন আগেই কমিয়ে দিয়েছিল সৌদি৷ শুধু তারাই নয় ওপেকে থাকা সবকটা দেশই৷ এবার শুরু হবে মধ্যপ্রাচ্য আর রাশিয়ার সাঁড়াশি চাপ৷
বিশেষজ্ঞরা বলছেন, অনেক অঙ্ক কিছুদিনের মধ্যেই বদলে যাবে৷ চিন ভালো সময় সৌদির সঙ্গে সম্পর্ক গুছিয়ে নিয়েছে৷ কিন্তু আগে জানতে হবে এই নোপেক বিলটা ঠিক কি? ২০২২ এর শেষের দিকেই এই বিল লাগু নিয়ে চরম আশঙ্কা দেখা দিয়েছিল৷ বিলটির উদ্দেশ্য হল অনাস্থা আইনের মাধ্যমে তেলের দামের ওপর ওপেক রাষ্ট্রগুলোর নিয়ন্ত্রণ ভেঙে ফেলা৷ বিলটি পাস হলে ওপেক সদস্য দেশ এবং তাদের তেল কোম্পানিগুলোর ওপর থেকে সুরক্ষা তুলে নেওয়া হবে এবং দাম বাড়ানোর জন্য তাদের বিরুদ্ধে মামলা করা যাবে৷ এরই মধ্যে আমেরিকার মিত্র ইজরায়েলের ঘরে খারাপ খবর৷ রিপোর্ট বলছে ইজরায়েল থেকে প্রতিরক্ষাব্যবস্থা কিনবে না আরব আমিরাত৷
অবশ্য তেল নিয়ে এক্ষেত্রে সমস্যা নেই৷ কিন্তু প্রশ্ন হল আমেরিকাকে সৌদি তেল দেওয়া বন্ধ করলে কত বড় ক্ষতির মুখে পড়বে দেশটা? কূটনৈতিক মহল বলছে, শুধু যে আমেরিকার লস হবে তেমনটা নয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন সৌদিকেও অস্ত্র বেচা বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ এবং সৌদি আরব হল মার্কিন যুক্তরাষ্ট্রের আসল অস্ত্র ক্রেতা৷ পেন্টাগন তেল দাম নিয়ে আগেও সৌদির সঙ্গে সম্পর্ক খারাপ করেছে৷ আর এবার ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে৷ সৌদি আরব তেল উত্পাদনে সবচেয়ে কম খরচ করে কিন্তু যুক্তরাষ্ট্রে উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেশি৷
রিপোর্ট বলছে ২০২০-২১ অর্থবর্ষে ৩,৫৬০০০ ব্যারেল ক্রুড ওয়েল কিনেছিল আমেরিকা৷ তাহলে সৌদি আরব যদি যুক্তরাষ্ট্রের ওপর চটে গিয়ে তেল দেওয়া বন্ধ করে দেয় তাহলে কিছুটা হলেও চাপে পড়তে আমেরিকা৷ কিন্তু আমেরিকার হাতে আরও অনেক বিকল্প রয়েছে৷ আরব আমিরাত ইজরায়েলের ওপর ক্ষুব্ধ লাগাতার ফিলিস্তিনের ওপর অত্যাচার করা নিয়ে৷ মিডল ইস্টের সঙ্গে আমেরিকা এই সম্পর্ক টানাপোড়েনই কিন্তু আগামীদিনে বদলে দিতে পারে অনেক ইকুয়েশনই৷ চিন জাস্ট ফায়দা লোটার অপেক্ষায়৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম