।। প্রথম কলকাতা ।।
Cyber Crime: দিন দিন বেড়েই চলেছে সাইবার জালিয়াতি। এবার সাইবার জালিয়াতির ফাঁদে পড়লেন বড় সেলিব্রেটিরা। তালিকায় রয়েছেন অভিষেক বচ্চন, হৃত্বিক রোশন, শিল্পা শেঠী, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার সহ নামজাদা মানুষের নাম। গুগল থেকে তারকাদের জিএসটি আইডেনফিকশন নম্বর সংগ্রহ করে নকল প্যান কার্ড তৈরি করেছিলেন দুষ্কৃতিরা। জানা গিয়েছে তারা প্রায় ২১ লক্ষ টাকা ব্যাঙ্ক প্রতারণা করেছিল। এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।
ধৃত পাঁচ ব্যক্তির নাম পুনিত, মহম্মদ আসিফ, সুনীল কুমার, পঙ্কজ মিশ্র এবং বিশ্ব ভাস্কর শর্মা। এই ঘটনায় অভিযোগের তির ছোট প্রযুক্তি সংস্থা ‘ওয়ান কার্ডের’ দিকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ওই গ্রেফতার হওয়া পাঁচ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে নয়া তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, প্রথমে গুগল থেকে তারকাদের জিএসটি নম্বর সংগ্রহ করত। তারপর তারকাদের নামে প্যান কার্ড তৈরি করার পর তাদের নাম এবং ভাবমূর্তিকে কাজে লাগিয়ে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করত দুষ্কৃতিরা। তবে তারকাদের নাম এবং জন্মতারিখ দিয়ে প্যান কার্ড তৈরি করলেও ভিডিয়ো ভেরিফিকেশনে আটকে যাওয়ার জন্য নিজেদের ছবিই ব্যবহার করতেন তাঁরা। এরপর চলত দেদার কেনাকাটা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম