।। প্রথম কলকাতা।।
Aishwarya Rai Bachchan: এরম ঘটনা যে কারোর সাথেই ঘটতে পারে। আজকালকার দিনে শুধু নিরীহ লোকেরা প্রতারণার শিকার হচ্ছেন এমনটা নয়, বলিউডের তারকাদেরও নিশানা করছে প্রতারকেরা। ঘটনাটা ঠিক কী? উদ্ধার হয়েছে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের জাল পাসপোর্ট। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ।
‘টিভি নাইন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ধৃত তিনজনই বিদেশী। বিগত এতদিন ধরে গ্রেটার নয়ডার কাছে থাকছিলেন তারা। দু’জন নাইজেরিয়ান নাগরিক ও অন্যজন ঘানার। যে পাসপোর্ট উদ্ধার হয়েছে সেখানে বচ্চন পরিবারের বউয়ের ছবি ছাড়াও, জন্মস্থান হিসেবে লেখা রয়েছে গুজরাট। গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেটার নয়ডা থানায় নিয়ে যাওয়া হয়। এরপরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
তদন্ত করতে গিয়ে পুলিশ তিনজনের কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকার কাছাকাছি উদ্ধার করেছে। সেইসঙ্গে উদ্ধার হয়েছে জাল নোট। তবে তা শুধু ভারতীয় মুদ্রাই নয়, নকল বিদেশী মুদ্রাও উদ্ধার হয়েছে। প্রসঙ্গে সংবাদমাধ্যমকে গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার অভিষেক বর্মা জানিয়েছেন, ‘তাদের ল্যাপটপ ও কম্পিউটার পরীক্ষা-নিরীক্ষা করার সময় সেখান থেকে জাল ভিসা ও পাসপোর্ট পাওয়া যায়। যার মধ্যে একটিতে জনপ্রিয় অভিনেত্রীর নাম ব্যবহার করা হয়েছে’।
রিপোর্ট অনুযায়ী, গোটা ঘটনায় একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের নামও যুক্ত রয়েছে। পুলিশ সূত্রে, ক্যানসার নিরাময়ের ওষুধ বানানোর নামে তাঁকে দিয়ে কোলানাট কিনিয়েছেন ৩ জন। সেইসঙ্গে ৬টি ফোন ১১টি সিম কার্ড, ল্যাপটপ ও বেশ কিছু গ্যাজেট উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন খতিয়ে দেখা হচ্ছে, আর কেউ যুক্ত আছে কিনা এই তিনজনের সঙ্গে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম