।। প্রথম কলকাতা।।
Chinese Pneumonia: করোনার পর এবার নয়া আতঙ্ক চিনা নিউমোনিয়া (China Pneumonia)। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে চিনের গণ্ডী ছাড়িয়ে থাবা বসাতে শুরু করেছে এই অসুখ। মূলত, আক্রান্ত হচ্ছে শিশুরা। শীত আসতে না আসতে ঘরে ঘরে শুরু হাঁচি কাশি। ৮ থেকে ৮০ সকলের নাক সরসরের সঙ্গে খুকখুকে কাশি। কিন্তু এই সাধারণ সমস্যার পাশাপাশি আতঙ্ক বাড়াচ্ছে নয়া নিউমোনিয়া (Pneumonia)। কোভিড-১৯-এর প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন আশঙ্কা দানা বেঁধেছে ভারতের উত্তরের পড়শি দেশে। বহু শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে।
এই রহস্যময় চিনা নিউমোনিয়া নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। তার প্রভাব ভারতেও ছড়িয়ে পড়ছে কি না তা খতিয়ে দেখার ক্ষেত্রে তৈরি গ্লোবাল কনসর্টিয়ামের সদস্য দিল্লি AIIMS-ও। চিকিৎসকদের পরিভাষায়, শীতের শুরুর সময় নিউমোনিয়া, সর্দি-জ্বরের সমস্যা ঘরে ঘরে। তাই বাড়তি সতর্ক থাকলেই সমস্যা এড়ানো সম্ভব। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে সতর্কতা খুব দরকারি।
লক্ষন কী?
বিভিন্ন বড় বড় চিকিৎসকদের কাছ থেকে যে তথ্য মিলছে তাতে জানা যাচ্ছে, নিউমোনিয়ায় মূলত ক্ষতিগ্রস্থ হয় ফুসফুস। শ্বাসনালীতেও ছড়ায় সংক্রমণ। ফুসফুসে গভীর সংক্রমণ সঙ্গে সর্দিকাশি, জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছে বাচ্চারা। ভর্তি করতে হচ্ছে হাসপাতালেও। রোগীর শরীরে সাধারণ নিউমোনিয়ার মতোই এতে ফুসফুসে সংক্রমণ ও জ্বরের উপসর্গ দেখা যাচ্ছে। একইসঙ্গে বমি ও ডায়ারিয়ার সমস্যাও দেখা যাচ্ছে। শরীরকে একাধিক ভাইরাসের আক্রমণ দুর্বল করে দিচ্ছে। ঠান্ডা লেগে গা ম্যাজম্যাজানির সঙ্গে এইগুলি থাকলে, অনেকেই ভাবেন জ্বরে জন্য দুর্বলতা। উপসর্গ বড় আকার নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ জরুরি বলে সতর্ক করছেন অনেকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম