।। প্রথম কলকাতা ।।
১৩ জানুয়ারি থেকে ওড়িশার ভুবনেশ্বর ও রাউরকেল্লায় শুরু হতে চলেছে এফআইএইচ (FIH) পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩। যা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। দীর্ঘ ৪৭ বছর পর হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ভারতের সামনে। শেষবার ১৯৭৫ সালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এবার মোট ১৬ টি দল অংশগ্রহণ করতে চলেছে। ১৬ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে।
ওড়িশার দুই শহর ভুবনেশ্বর ও রাউরকেল্লায় আয়োজিত হবে ৪৪টি ম্যাচ। রাউরকেল্লায় বিশ্বের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম বিরসা মুন্ডা স্টেডিয়ামে আয়োজিত হবে ২০টি ম্যাচ। বাকি ২৪টি ম্যাচ আয়োজিত হন ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল ম্যাচগুলির সমস্তটাই আয়োজিত হবে কলিঙ্গ স্টেডিয়ামে। ২০১৮ সালে শেষবার হকি বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। দেশের মাটিতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। সেইবার নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বেলজিয়াম।
হকি বিশ্বকাপে বিশ্বের সবচেয়ে সফল দল পাকিস্তান। ১৯৭১, ১৯৭৮,১৯৮২ এবং ১৯৯৪ মোট চারবারের চ্যাম্পিয়ন তাঁরা। আসন্ন হকি বিশ্বকাপে ভারত ছাড়া অংশগ্রহণকারী দলগুলি হল অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, জার্মানি, দক্ষিণ কোরিয়া, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, চিলি, ইংল্যান্ড, স্পেন এবং ওয়েলস।
চার গ্রুপের ভারত রয়েছে গ্রুপ ‘ডি’-তে। ‘ডি’ গ্রুপে ভারতের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্পেন ও ওয়েলস। আগামী ১৩ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় হকি দল। ১৫ জানুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তাঁরা। এরপর ১৯ জানুয়ারি ভারত খেলবে ওয়েলসের বিরুদ্ধে। প্রতিটি ম্যাচই খেলা অনুষ্ঠিত হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে।