।। প্রথম কলকাতা ।।
Union Budget 2023: শুরু হয়ে গেল ২০২৩ সালের বাজেট পেশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। যার কারণে ২০২৩ এর বাজেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান এদিন সকাল ১১ টায় বাজেট ভাষণ শুরু করেন। তিনি জানান অমৃত কালের এটাই প্রথম বাজেট। কাজেই ভারতকে সমৃদ্ধ করার জন্য পরিকল্পনা করছেন তাঁরা
* প্রধানমন্ত্রীর পিবিটিজি মিশন
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এ দিন বাজেট পেশে জানান ২০২৩ শে শুরু হবে প্রধানমন্ত্রী পিবিটিজি মিশন এর মাধ্যমে প্রান্তিক অঞ্চলের মানুষেরা জল ও শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা গুলি পাবেন। তার জন্য কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হবে ১৫ হাজার কোটি টাকা। এছাড়াও কেন্দ্র সরকার সাড়ে তিন লাখ ছাত্রছাত্রীদের জন্য একলব্য স্কুল চালাচ্ছে সেইসব স্কুল গুলিতে আগামী তিন বছরের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে।
* পিএম আবাস যোজনায় ৬৬ শতাংশ খরচ বেড়েছে
অর্থমন্ত্রী জানান পিএম আবাস যোজনায় ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে ৭৯ হাজার কোটি টাকারও বেশি। এছাড়াও পিএম আবাস যোজনায় খরচ বাড়ানো হয়েছে ৬৬ শতাংশ। এতে বেশি সংখ্যক বাড়ি তৈরি করা যাবে।
* রেলের জন্য বরাদ্দ ২.৪১ লক্ষ কোটি
তিনি আরও জানান রেলের জন্য বরাদ্দ করা হয়েছে আগে থেকে নয় গুণ বেশি টাকা। অর্থাৎ ২.৪১ লক্ষ কোটি। এছাড়াও কয়লা এবং খাদান ক্ষেত্রে বরাদ্দ করা হবে ৭৫ হাজার কোটি টাকা। পশুপালন এবং মৎস্য চাষের ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে ৬০০০ কোটি টাকা।
- কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ২০ লক্ষ কোটি টাকা। পশুপালন, মৎস্য ও দুগ্ধ খাতে আরও ফোকাস সহ কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ২০ লক্ষ কোটি টাকায় উন্নীত করা হবে।
- তরুণ এগ্রি স্টার্টআপের প্রচারের জন্য এগ্রিকালচার এক্সিলারেটর ফান্ড চালু করা হবে। মিলেট উৎপাদনে ভারত অগ্রগণ্য।
- অর্থমন্ত্রী বাজেট পেশের সময় বলেন, সরকার সবার সহযোগিতা, সবার উন্নয়নে বিশ্বাস করে। আমাদের সরকার সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকারের নীতিতে চলছে।
- জম্মু কাশ্মীর, লাদাখ ও উত্তর-পূর্বের কথা মাথায় রেখে এই বাজেট তৈরি করা হয়েছে। ভারতের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে। ভারতীয় অর্থনীতি বিশ্বে গত ৯ বছরে দশম থেকে পঞ্চম অবস্থানে এসেছে।
- বিশ্ব ভারতকে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখেছে। মহামারীর কারণে বিশ্ব মন্দা থাকা সত্ত্বেও এই অর্থবছরে আমাদের প্রত্যাশিত বৃদ্ধির হার ৭ শতাংশ।
- ভারতীয় অর্থনীতি সঠিক পথে রয়েছে এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে
- ১৫৭টি নতুন নার্সিং কলেজ স্থাপন করা হবে।
- সার্বিক উন্নয়ন, প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য, অবকাঠামো ও বিনিয়োগ, সবুজ উন্নয়ন, যুবশক্তি, অর্থ খাতে সরকারের নজর, সর্বোচ্চ ৫০০ ব্লকে সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হবে।
- সকলের কাছে পৌঁছানোর জন্য, সরকার দুগ্ধ, মৎস্য ও জলবিদ্যুতের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে। সরকার সম্প্রতি ৫০০টি ব্লকে সরকারি প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার প্রচার শুরু করেছে।
- জাতীয় শিশু গ্রন্থাগার চালু করা হবে, যেখানে শিশুরা ভৌগলিক তথ্য পাবে। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে তাদের উন্নত শিক্ষা দেওয়া হবে। যা ইংরেজি ও আঞ্চলিক ভাষায় হবে।
- সব দিক থেকেই রাজ্য সরকারের ৫০ বছরের সুদমুক্ত ঋণ আরও এক বছরের জন্য বাড়ানো হবে।
- সহজ হবে কেওয়াইসি প্রক্রিয়া। PAN কার্ড পরিচয় প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে।
- আগামী ৩ বছরে একলব্য মডেল আবাসিক স্কুলগুলি প্রতিষ্ঠিত হবে, যেখানে ৩৮,৮০০ শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপশি ৭৪০ জন সহায়ক কর্মী নিয়োগ করা হবে। যেখানে ৩.৫ লক্ষ অনগ্রসর পড়ুয়াদের শিক্ষা প্রদান করা হবে।
- সমস্ত অন্ত্যোদয় এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিতে এক বছরের জন্য বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহের জন্য প্রধানমন্ত্রী গরীব কল্যাণ আন্না যোজনার অধীনে প্রায় ২ লক্ষ কোটি টাকার সম্পূর্ণ ব্যয় কেন্দ্রীয় সরকার বহন করছে।
* প্রবীণ নাগরিকদের সঞ্চয়ে আয়কর ছাড়
দেশের যে সকল প্রবীণ নাগরিকেরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এদিনের বাজেট পেশে দারুন ঘোষণা করা হয়েছে। বয়স্ক নাগরিকরা ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ের ক্ষেত্রে আয়কর ছাড় পাবেন এবার থেকে। আগে এই আয়কর ছাড় প্রবীণ নাগরিকদের জন্য ১৫ লক্ষ টাকা ছিল। তবে ২০২৩ সালে সেটা দ্বিগুণ করা হল অর্থাৎ ৩০ লক্ষ টাকা। এছাড়া তাঁরা যদি পোস্ট অফিসে টাকা জমা রাখেন সে ক্ষেত্রেও বিশেষ কতগুলি ছাড় রয়েছে।
* সিগারেটে কর বৃদ্ধি ১৬ শতাংশ
এবারের বাজেটে কেন্দ্র সরকারের তরফ থেকে সিগারেটের কর ১৬% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
* সোনা-প্ল্যাটিনামে আমদানি শুল্ক বৃদ্ধি
২০২৩ এর বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সোনা এবং প্ল্যাটিনামে আমদানি শুল্ক বৃদ্ধি করার প্রস্তাব রাখেন। তামার উপরে যদিও আমদানি শুল্ক কমানো হয়েছে। বেশ কিছু রাসায়নিক পণ্যের ওপরে কাস্টমস ডিউটি কমানো হয়েছে।
* আয়করে ছাড় কেন্দ্রের
এদিন বাজেটে বলা হয়েছে, সাত লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয় তাদেরকে কোনরকম আয়কর দিতে হবে না। এই উর্ধ্বসীমাটা আগের বছর পর্যন্ত ৫ লক্ষ টাকা ছিল। তবে বার্ষিক যারা ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন তাদেরকে ৪৫ হাজার টাকা কর দিতে হবে এক্ষেত্রে আয়কর কমানো হয়েছে ২৫ শতাংশ। তবে অর্থমন্ত্রী জানিয়েছেন এটা নতুন আয়কর ব্যবস্থায় কার্যকর।
যিনি বার্ষিক ১৫ লক্ষ টাকা আয় করেন তাকে আয়কর হিসেবে দিতে হবে দেড় লক্ষ টাকা। যেখানে পূর্বে তাকে দিতে হতো ১ লক্ষ ৮৭ হাজার টাকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম