।। প্রথম কলকাতা ।।
বিপুল কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। দু এক হাজার নয়, একসঙ্গে চাকরি হারাতে পারে প্রায় ১৮ হাজার কর্মচারী। বিশ্বব্যাপী মন্দা পরিস্থিতি যেন জাঁকিয়ে বসেছে আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলির উপর। যার টের হারে হারে পাচ্ছে অ্যামাজনের মতো বহুজাতিক সংস্থাগুলি। বিগত দিনে ফেসবুক, অ্যামাজন গুগল সহ একাধিক বড় আইটি সংস্থাতে কর্মী ছাঁটাই দেখা গিয়েছে। আঁচ এসে পড়েছে ভারতেও।
যদিও অ্যামাজনের এই সাম্প্রতিক সিদ্ধান্তের কতটা প্রভাব ভারতে পড়বে তা এখনও স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট মহল সূত্রে খবর, ইউরোপেই মূলত কর্মী ছাঁটাইয়ের কড়া পদক্ষেপ নিতে পারে ধনকুবের জেফ বেজোসের অনলাইন বিপণনি ফার্ম। এই প্রসঙ্গে সংস্থায় সিইও অ্যান্ডি জেসি জানিয়েছেন, অর্থনৈতিক অচলাবস্থা এবং সাম্প্রতিক বছরগুলিতে উচ্চ হারে নিয়োগ সঠিক সিদ্ধান্ত ছিল না।
আরো পড়ুন: মাত্র ৩৩০ টাকা EMI-এ বাড়ি আনুন Samsung Galaxy F04! সস্তায় মনের মতো ফিচার্স
তবে তিনি জানিয়েছেন, যাদের বরখাস্ত করা হবে তাদের প্রয়োজনীয় সুবিধা প্রদান করবে অ্যামাজন। তিনি বলেন, কর্মী ছাঁটাইয়ের খবরটি আমরা সময়ের আগেই প্রকাশ করছি কারণ আমাদেরই কেউ একজন তথ্যটি কিছুদিন আগে ফাঁস করে দেয়। যে সব কর্মীদের উপর এই প্রভাব পড়তে পারে তাদের সাথে আলোচনা করার অপেক্ষা করছিলাম আমরা।
তবে এই সিদ্ধান্তের প্রভাব শুধু কর্মীদের উপরই নয়, পরিলক্ষিত হয়েছে অ্যামাজনের শেয়ারেও। বুধবার ৮৪.১৪ ডলারে বন্ধ হয় উক্ত সংস্থার শেয়ার। সামগ্রিক দিক থেকে দেখলে, গত বছর ভালো কাটেনি অ্যামাজনের। সিএনবিসির রিপোর্ট অনুযায়ী, গত বছর প্রায় ৮৩৪.০৬ বিলিয়ন ডলার বাজার মূলধন হারিয়েছে অ্যামাজন। প্রবল শঙ্কায় আরেক আমেরিকান জায়েন্ট অ্যাপেলও। এই সংস্থাও গত বছর ৮৪৬.৩৪ বিলিয়ন বাজার ডলার মূলধন হারিয়েছে।
আরো পড়ুন: Gmail Tips: এই ৫ ট্রিক জানলে জিমেইল থাকবে আপনার হাতের মুঠোয়, খালি হবে স্টোরেজও
শেয়ার বাজারে এমন উথাল পাথালের ফলে বিপুল সম্পত্তি খুইয়েছেন অ্যামাজনের অধিকর্তা জেফ বেজোস (Jeff Bezos)। একদিনে ৬০০ মিলিয়ন ডলারের বেশি সম্পত্তি লোপ পেয়েছে তাঁর। এই মুহূর্তে তাঁর সম্পত্তির পরিমাণ (Jeff Bezos Net Worth) কত জানেন? ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, জেফ বেজোসের সম্পত্তির পরিমাণ ১০৮ বিলিয়ন ডলার এবং তিনি বর্তমানে বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি।
লক্ষণীয় বিষয় হল, সাম্প্রতিক মাসগুলিতে ধনী ব্যক্তিদের তালিকায় অনেকগুলি ধাপ নিচে নেমেছেন জেফ বেজোস। গত বছর সেপ্টেম্বর মাসেই জেফ বেজোস-কে টপকে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করেছেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি ও আদানি গ্রূপের মালিক গৌতম আদানি।