।। প্রথম কলকাতা ।।
Pathaan: ছবি এখনও মুক্তি পায়নি। আর তার আগে থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’কে (Pathaan) নিয়ে আপত্তি অনেকের। এমনকি এই বিতর্কে জেরে আহমেদাবাদের একটি শপিং মলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল শাহরুখ ও দীপিকার হোর্ডিং। ট্যুইটারে ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও। যেখানে দেখা গিয়েছে কয়েকজন মিলে সিনেমা থিয়েটারে এসে হুজ্জুতি চালায়। যার জেরে অশান্তকর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু কারা এমন কাজ করেছেন?
‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বজরং দলের সদস্যরা কর্ণবতীর ওই থিয়েটারে বিক্ষোভ করে। তাঁদের থামানোর চেষ্টা করে কতৃপক্ষ। কিন্তু কোনও লাভ হয়নি। উল্টে হুমকি শুনতে হয়েছে। কর্ণবতীর ওই থিয়েটারের কর্তৃপক্ষকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বজরং দলের সদস্যরা জানান, ‘এখানে দীপিকা এবং শাহরুখের (Deepika-Shah Rukh) ছবি চালানো যাবে না। আর তাঁদের কথা না শুনে যদি ছবি প্রদর্শিত হয়, তাহলে বজরং দলের আসল রূপ দেখতে পাবে সবাই’।
উল্লেখ্য, ‘পাঠান’-এর গান ‘বেশরম রং’ রিলিজ হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। কেউ ছবিকে ‘অশ্লীল’ বলে তকমা দিয়েছেন। অনেকেই ছবি বয়কটের ডাক দিয়েছেন। তবে এই ছবিকে প্রথম বয়কট করার ডাক দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। আর তারপর সেই চিঙ্গারি ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে। রাস্তায় নামেন অযোধ্যার সাধুরাও। এমনকি তাঁরা অভিনেতার পরলৌকিক ক্রিয়া পর্যন্ত করে ফেলেন। ১০ জানুয়ারি ছবির ট্রেলার রিলিজ হওয়ার কথা। তার পর আবার নতুন করে এই ছবিকে নিয়ে কোনও ঘটনা ঘটে কিনা, কে জানে। এখনও বক্স অফিসে রিলিজ হয়নি আর তার আগে থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম