।। প্রথম কলকাতা ।।
কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো! এই মন্ত্রে উজ্জীবিত হয়েই বছরের শেষ লগ্নে একগুচ্ছ দু চাকা বাইক ও স্কুটার লঞ্চ করল কোম্পানিগুলি। স্টাইলিশ ডিজাইনের সাথে উচ্চ মাইলেজ এবং হাই-টেক ফিচার্স যা এক অন্য মাত্রা যোগ করেছে মোটরসাইকেলগুলিতে। এর মধ্যে একটি রয়েছে কমিউটার বাইকও যা উপলব্ধ দুর্দান্ত নিরাপত্তা বৈশিষ্ট্য সহ। ফলে মধ্যবিত্ত গ্রাহকদের কাছেও একটি ভালো বিকল্প রয়েছে নতুন কিছু চেখে দেখার। চলুন দেরি না করে বাইক ও স্কুটারগুলির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Hero Xpulse 200T 4V
200 সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন ও স্টাইলিশ বডি লুকের সাথে এই মাসেই লঞ্চ হয়েছে 200 4V এর উত্তরসূরি Hero Xpulse 200T 4V। এই বাইকে রয়েছে একটি ৫ স্পিড গিয়ারবক্স।
ব্রেকিং ডিউটির জন্য একটি 276 মিমি ফ্রন্ট ডিস্ক এবং একটি 220 মিমি রিয়ার ডিস্ক সাথে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), রয়েছে LED হেডলাইটও। তিনটি রঙে উপলব্ধ মোটরসাইকেলটির এক্স-শোরুম মূল্য 1.25 লক্ষ টাকা।
Bajaj Platina 110 ABS
115.45 সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন রয়েছে যা 7,000 RPM-এ 8.4 bhp এবং 5,000 RPM-এ 9.81 Nm পিক টর্ক জেনারেট করে। সাথে 5 স্পিড মানুয়াল গিয়ারবক্স। এটির অন্যতম অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) যা সাধারণত এন্ট্রি-লেভেল কমিউটার বাইকে খুব একটা দেখা যায়না। একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের ফিচার রয়েছে যা বিভিন্ন তথ্য প্রদর্শন করে রাইডারদের জন্য। এটির এক্স-শোরুম মূল্য 72,224 টাকা। চারটি পেইন্ট স্কিমে বাইকটি কিনতে পারবেন গ্রাহকরা।
আরও পড়ুন : ABS ফিচারের সাথে লঞ্চ হল দেশের প্রথম 110 সিসি বাইক Bajaj Platina 110, কত দাম?
Ducati DesertX
ডিসেম্বর মাসেই ভারতে পা রেখেছে নতুন Ducati DesertX। স্টাইলিশ লুক ও ফিচার্স এর ফুলঝুড়ি এই বাইকে। ইঞ্জিন রয়েছে Multristrada V2 এর অনুরূপ 973 সিসি V ট্যুইন মোটর। যা 110hp ও 92 Nm টর্ক জেনারেট করে। 6 টি রাইডিং মোড রয়েছে বাইকটিতে। এ ছাড়া ঐচ্ছিক ব্লুটুথ সংযোগ সহ একটি 5 ইঞ্চি TFT ড্যাশবোর্ড যার মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রিত করা যাবে, অ্যালুমিনিয়াম লাগেজ ইউনিট, দারুন গ্রিপস, ফগ ল্যাম্প এবং 21 লিটারের স্ট্যান্ডার্ড ফুয়েল ট্যাংকের সাথে একটি 8 লিটারের অক্সিলারি ফুয়েল ট্যাংক।
বাইকটির দাম রয়েছে 17.91 লক্ষ টাকা।
BMW S 1000 RR
999 সিসি ইঞ্জিনের এই বাইক সুপার 210hp ও 113nm টর্ক জেনারেট করে। রয়েছে লম্বা অর্থাৎ বিস্তৃত হুইলবেশ। নিরাপত্তার জন্য স্লাইড কন্ট্রোল, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম স্লিক মোড এবং ডাইনামিক ব্রেক কন্ট্রোলের মতো ফিচার। চারটি রাইডিং মোড রয়েছে বাইকটির। 2023 BMW S 1000 RR এর দাম রয়েছে 20.25 লক্ষ টাকা।
আরও পড়ুন : 5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?
Suzuki Burgman Street EX
এই স্কুটারে রয়েছে নতুন সুজুকি ইকো পারফরম্যান্স আলফা (SEP-α), প্রযুক্তি যা সুজুকির জ্বালানি-সাশ্রয়ী ইকো পারফরম্যান্স প্রযুক্তির একটি উন্নত সংস্করণ বলে মনে করা হয়। স্কুটারটির ওজন 111 কেজি। ইঞ্জিন মিলবে 124 সিসি 2 ভালভ, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ফিচার্স এর জন্য রয়েছে LED হেডলাইট, একটি ব্লুটুথ-সক্ষম LCD এবং একটি USB চার্জিং সকেট। মোট তিনটি রঙে উপলব্ধ Suzuki Burgman Street EX এর দাম রয়েছে 1.12 লক্ষ টাকা।