।। প্রথম কলকাতা ।।
শারীরিক অবস্থার অবনতি ক্যানসারে আক্রান্ত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। তাই বড়দিনে সাও পাওলোর হাসপাতালেই কাটাতে হবে ফুটবল সম্রাটকে। ক্যানসারের পাশাপাশি কিডনি ও শ্বাসনালীতেও সমস্যা রয়েছে পেলের। কোলন টিউমারের কেমোথেরাপি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত চিকিৎসার জন্য গত ২৯ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তিনবারের বিশ্বকাপজয়ী তারকাকে।
হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানায়, “কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা থাকায় আরও কিছুদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে পেলেকে।” জানা গিয়েছে ৮২ বছর বয়সীর ক্যানসারের অবস্থারও অবনতি হয়েছে। আর তাই হাসপাতালেই কাটাতে হবে কিংবদন্তিকে। এদিন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে লেখেন, “বাড়িতে বড়দিন উদযাপন বাতিল হয়ে গেল। চিকিৎসকের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরের সপ্তাহে আবার নতুন খবর জানাবো।”
প্রসঙ্গত, কাতারে বিশ্বকাপ চলাকালীনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। আচমক শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাখা হয়েছিল প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে। কিংবদন্তির এহেন খবরে মন খারাপ হয় বিশ্বের অগণিত ভক্তের। এরপর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন ফুটবল সম্রাট। কাতার বিশ্বকাপ হাসপাতালে থেকেই দেখেছেন পেলে। নেইমার তাঁর গোলের রেকর্ড ছুঁয়ে ফেলার পর শুভেচ্ছা জানিয়েছিলেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে পেলে লিখেছিলেন, “অভিনন্দন আর্জেন্টিনা। দিয়েগো এখন হাসছে।”