।। প্রথম কলকাতা ।।
Prodosh Vrat 2022: হিন্দু ধর্মে যতগুলি ব্রত রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল প্রদোষ ব্রত। এই দিন ভগবান শিবের আরাধনা করা হয়ে থাকে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রদোষ ব্রত পালন করা হয় চন্দ্র মাসের ১৩তম দিনে অর্থাৎ ত্রয়োদশীতে। ২০২২ সালের শেষ প্রদোষ ব্রত পড়েছে ২১শে ডিসেম্বর, বুধবার। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রদোষ ব্রতের এমন কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই মানা উচিত। আবার এমন কিছু ভুল রয়েছে যা করলে বিপদে পড়তে পারেন।
প্রদোষ ব্রত পালনের সঠিক সময়
উদয়া তিথি অনুসারে,
পৌষ কৃষ্ণ ত্রয়োদশী শুরু – দুপুর ১২ টা ৪৫ মিনিটে
পৌষ কৃষ্ণ ত্রয়োদশী সমাপ্ত – রাত ১০টা ১৬ মিনিটে
প্রদোষ কাল – বিকেল ৫ টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট পর্যন্ত
ধর্মীয় বিশ্বাস অনুসারে, প্রদোষ ব্রতের নিজস্ব বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। এই ব্রত পালন করে উপবাস রাখলে দিয়ে সন্তান সুখ পাওয়া যায়। সংসারে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়। বহু শিব ভক্ত সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। প্রত্যেক মাসে দু’বার প্রদোষ ব্রত পালন করা হয়। একটি কৃষ্ণ পক্ষে এবং একটি শুক্লপক্ষে। বছরে মোট ২৪টি প্রদোষ ব্রত থাকে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের প্রদোষ ২১শে ডিসেম্বর বুধবার পালন করা হচ্ছে। যেহেতু বুধবার পড়েছে, তাই এই ব্রতের নাম বুধ প্রদোষ ব্রত।
এই দিন ভুলেও যে কাজ করবেন না
প্রদোষ ব্রতে উপবাস রাখলে কালো রঙের পোশাক পরবেন না। এই দিন লাল কিংবা হলুদ রঙের পোশাক পরা শুভ। পারলে সাদা রঙের পোশাকও পরতে পারেন। প্রদোষ ব্রতের দিন দেবাদিদেবকে তুলসী পাতা, শঙ্খ জল, কুমকুম বা সিঁদুর নিবেদন করা এড়িয়ে চলুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই জিনিসগুলি দেবাদিদেরকে নিবেদন করলে তিনি ক্রুদ্ধ হতে পারেন।
এই দিন সকালে স্নান সেরে শুদ্ধ বসনে বাড়ির মন্দিরে একটি প্রদীপ জ্বালাবেন। তারপর গঙ্গা জলে ভগবান ভোলেনাথকে অভিষেকের পর সাদা ফুল অর্পণ করবেন। ভোলেনাথের পাশাপাশি পার্বতী ও গণেশের পুজো করা উচিত। যে কোন শুভ কাজের আগে সাধারণত গণেশের পুজো করা হয়। আপনি চাইলে এই দিন ভগবান শিবকে অন্ন অর্পণ করতে পারবেন। মনে রাখবেন, খাবার হবে সম্পূর্ণ শুদ্ধ মতে নিরামিষ। পুজোর ডালায় রাখবেন চন্দন, ফুল, অক্ষত, বেল পাতা, কর্পূর, ধুপকাঠি, ফল, বাতি প্রভৃতি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম