।। প্রথম কলকাতা ।।
WhatsApp Fraud Message: জালিয়াতরা এখন বিভিন্ন উপায়ে হোয়াটস অ্যাপে মানুষকে টার্গেট করছে। এক ব্যক্তির ফোনে মেসেজ এসেছিল ‘হাই মাম'( Hi Mum) বলে একটি মেসেজ। আর তাতেই তিনি হারালেন ৫৭ কোটি টাকা। অঙ্কটা নেহাত কম নয়। লাইভ হিন্দুস্তানের তথ্য অনুযায়ী, সাইবার অপরাধীরা পরিবারের সদস্য হওয়ার ভান করে সাধারণ মানুষকে তাদের ফাঁদে ফেলছে। অস্ট্রেলিয়ান কনজিউমার অ্যান্ড কম্পিটিশন কমিশন ( ACCC) অনুযায়ী, গত তিন মাসে সাইবার জ্বালিয়াতির শিকার প্রায় ১০ গুন বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি এক ব্যক্তির সাথে মারাত্মক কেলেঙ্কারি হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপে ‘হাই মাম’ একটি মেসেজ আসে. যেখানে জালিয়াত ভুক্তভোগীর বন্ধু বা পরিবারের সদস্য হিসেবে নিজেকে দাবি করে প্রথমে আস্থা অর্জন করেন। এই ঘটনা বর্তমানে প্রায়শই ঘটছে। প্রথমে জালিয়াতরা নিজেদেরকে পরিবারের বন্ধু বলে দাবি করে অর্থের সাহায্য চায়। ভুক্তভোগীরা ভাবেন নিজেদের ছেলে-মেয়েদেরকেই টাকা পাঠাচ্ছেন। তারপর একবার টাকা পাঠালে ফাঁকা হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। শুধু অস্ট্রেলিয়া বলে নয়, ভারতীয়দেরও এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। কারণ ভারতে গত কয়েক বছরের এই ধরনের সাইবার জালিয়াতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি দিল্লির এক ব্যবসায়ী এই ধরনের ঘটনায় প্রতারিত হয়েছেন। তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হারিয়েছেন ৫০ লক্ষ টাকা। এই ধরনের জালিয়াত থেকে নিজেকে নিরাপদ রাখার একমাত্র উপায় হল সতর্ক এবং সচেতন হওয়া। যতটা সম্ভব সামাজিক মিডিয়া প্রোফাইল ব্যক্তিগত রাখুন।
কীভাবে সতর্ক থাকবেন?
•আপনার ব্যাঙ্ক বিবরণ কখনোই কারো সাথে শেয়ার করবেন না।
•ব্যাঙ্ক থেকে ফোন করে যদি বলে ফোনের কোন ওটিপি শেয়ার করতে, তাহলেও করবেন না। প্রয়োজনে এই লাইনটি কেটে দিয়ে সরাসরি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন।
•বর্তমানে অনলাইনে কেনাকাটার রমরমা। এক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। শুধুমাত্র বিশ্বস্ত এবং নিরাপদ ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন। পাশাপাশি নিরাপদ ব্রাউজার গুলির মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করুন।
•সর্বশেষ ফার্মওয়্যার আপডেটের সাথে আপনার স্মার্টফোন এবং ল্যাপটপ আপ টু ডেট রাখুন।
•যদি আপনার ফোনে কোন সন্দেহজনক অপরিচিত নম্বর থেকে ফোন আসে তাহলে সেই কলের উত্তর না দেওয়াই ভালো।
•হোয়াটসঅ্যাপে অজানা পরিচিতদের দ্বারা শেয়ার করা ইউআরএল-এ কখনোই ভুলে ক্লিক করবেন না। এখানেও প্রতারণার ছক পাতা থাকে।
•হঠাৎ করি আপনার সাথে কারোর দেখা হলে তিনি যদি আপনার বন্ধু বা পরিবারের সদস্য বলে দাবি করেন, তাহলে অবশ্যই তার পরিচয় যাচাই করে নিন।
•আপনি বিশ্বাস করেন না এমন ওয়েবসাইটের সাথে কখনোই আপনার ব্যক্তিগত নম্বর শেয়ার করবেন না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম