।। প্রথম কলকাতা ।।
Hanuman ji: হিন্দু ধর্মে মঙ্গলবারের( Tuesday) বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এই দিন ভক্তি সহকারে আরাধনা করা হয় হনুমানজির(Hanuman ji)। বহু ভক্ত নিষ্ঠা সহকারে নানা নিয়মে হনুমানজির পুজো করে থাকেন। বর্তমানে আপনার জীবনে যদি নানান সমস্যা কিংবা বাধা বিঘ্ন থাকে তাহলে তা দূর করার অন্যতম দিন হল মঙ্গলবার। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিন কেউ যদি সামান্য কয়েকটি নিয়ম মেনে হনুমানজির আরাধনা করে তাহলে তার জীবনের সমস্ত সমস্যার দূর হয়। হিন্দু ধর্মে সপ্তাহের সাত দিনের প্রতিটি দিন এক একজন দেবতাকে উৎসর্গ করা হয়। সেখানে মঙ্গলবারকে উৎসর্গ করা হয়েছে সংকটমোচন হনুমানের উদ্দেশ্যে। কথিত আছে যে ব্যক্তি সত্য চিত্তে তার পুজো করেন হনুমান চালিশা পাঠ করেন, তার সমস্ত কষ্ট দূর হয়।
(১)মঙ্গলবার হনুমান জিকে সিঁদুর অর্পণ করা খুবই শুভ। এছাড়াও হনুমান জিকে জুঁই তেল নিবেদন করতে পারেন। এর ফলে সংসার দ্রুত সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে।
(২)মঙ্গলবার হনুমানজির মূর্তির সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালান। এতে ঘরে সুখ শান্তি বজায় থাকবে। পাশাপশি আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে।
(৩)হনুমানজির তুলসী পাতা খুবই প্রিয়। তুলসী পাতায় ভগবান শ্রীরামের নাম লিখে মঙ্গলবার হনুমানজিকে নিবেদন করুন। এতে বজরঙ্গবলী খুব খুশি হন। মঙ্গলবার ভগবানকে খুশি করতে লাড্ডু নিবেদন করুন।
(৪)আপনি যদি হনুমান জির আশীর্বাদ পেতে চান, তাহলে পিপলের ১১টি পাতা হনুমান জিকে অর্পণ করুন। এই ছোট্ট কাজে আর্থিক অস্বচ্ছলতা দূর হবে। বিশেষ ভাবে উপকার পেতে এই পাতার মালা বানিয়ে হনুমান জিকে অর্পণ করতে পারেন।
(৫)মঙ্গলবার কোন হনুমানজির মন্দিরে গিয়ে কিংবা বাড়িতে হনুমানজির মূর্তির সামনে একটি নারকেল ৭ বার ঘোরান এবং ভগবানের সামনে তা ভেঙে দিন। কথিত আছে এতে ভক্তদের সাংসারিক সব ঝামেলা দূর হয়।
(৬) এই দিন ডান কাজের বিশেষ গুরুত্ব রয়েছে মঙ্গলবার কখনোই কোনো অসহায় ব্যক্তিকে বাড়ির দরজা থেকে খালি হাতে ফেরাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন। আরো ভালো হয় যদি এই দিন দরিদ্র ভোজন করান।
(৭)মঙ্গলবার কাউকে কটু কথা বলা বা কাউকে কষ্ট দেওয়াকে অত্যন্ত পাপ কাজ বলে মনে করা হয়। এই দিনে কোন ব্যক্তির সঙ্গে এমন ব্যবহার করবে না যাতে তিনি কষ্ট পান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম