।। প্রথম কলকাতা ।।
অধরা স্বপ্নপূরণ ফুটবলের বরপুত্রের। কোপা আমেরিকার পর বিশ্বজয়। রঙিন ক্যারিয়ারে সবকিছুই পেয়ে গেলেন লিওনেল মেসি। জাদুকরী পারফরম্যান্সে একার কাঁধে দলকে দিলেন বিশ্বজয়ের স্বাদ। গোটা টুর্নামেন্টে আলো ছড়িয়ে দখল করলেন গোল্ডেন বল। মারাদোনাকে স্পর্শ করে সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নিলেন আর্জেন্টাইন সুপারস্টার। বিশ্বকাপের সোনালী স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ পাঁচটি বিশ্বকাপে গড়ে গেলেন একাধিক রেকর্ড।
সর্বাধিক গোল্ডেন বল জয় : বিশ্বকাপের একটি সংস্করণে সেরা অলরাউন্ড খেলোয়াড়কে গোল্ডেন বল দেওয়া হয়। ২০১৪ রাশিয়া বিশ্বকাপে লিওনেল মেসি গোল্ডেন বল পেয়েছিলেন। এবারও সেই সম্মান পেলেন আর্জেন্টিনার প্রাণভোমরা। বিশ্বকাপের ইতিহাসে তিনি প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ‘গোল্ডেন বল’ জিতে নিলেন।
বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলা: বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলে সেমিফাইনালেই জার্মানির লোথার ম্যাথাউজকে স্পর্শ করেছিলেন লিওনেল মেসি। রবিবাসরীয় ফাইনালে ম্যাথাউজকে ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন।
বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে সর্বাধিক ম্যাচ জয়: ফাইনাল জিতে লিওনেল মেসি ফিফা বিশ্বকাপের টুর্নামেন্টে ১৭টি ম্যাচ জিতলেন। যা তাকে বিশ্বকাপের মঞ্চে যৌথভাবে সর্বাধিক বিজয়ী করে তুললো৷ বর্তমানে, জার্মানি কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজে তার ক্যারিয়ারে বিশ্বকাপে ১৭টি জয়ের সঙ্গে রেকর্ডটি ধরে রেখেছিলেন।
সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ খেলা: ৫টি বিশ্বকাপ খেলা ৬ জন ফুটবলারের একজন হলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার ছাড়া এই কৃতিত্ব গড়েছেন তিন ম্যাক্সিকান খেলোয়াড় আন্তোনিও কার্ভাজাল , আন্দ্রেজ গুয়াদ্রাদো ও রাফা মার্কুয়েজ। অন্য দুজন হলেন জার্মানির লোথার ম্যাথাউজ এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সর্বাধিক গোল অবদান: বিশ্বকাপের মঞ্চে ১৩টি গোল এবং নয়টি অ্যাসিস্ট সহ ২২টি গোল করে ব্রাজিলের কিংবদন্তি পেলের (২২টি গোলের রেকর্ড রয়েছে যার মধ্যে ১২টি গোল এবং ১০টি অ্যাসিস্ট) রেকর্ড স্পর্শ করলেন মেসি।
অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ : অধিনায়ক হিসেবে ১৯ ম্যাচ খেলে অনন্য এক রেকর্ড গড়লেন মেসি। এর আগে এই নজির গড়েছিলেন ১৭ ম্যাচ খেলা মার্কুয়েজ এবং ১৬ ম্যাচ খেলা দিয়েগো মারাদোনা।
সর্বাধিক সময়: বিশ্বকাপে রেকর্ড ২ হাজার ৩১৪ মিনিট খেলে ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনির ২ হাজার ২১৭ মিনিট খেলার আগের রেকর্ড ভেঙেছেন মেসি।
সর্বাধিক ম্যাচ সেরা: বিশ্বকাপে সবচেয়ে বেশি ১১ বার ম্যাচ সেরা হয়েছেন মেসি। কাতার আসরে সাত ম্যাচের পাঁচটিতেই তিনি পান এই স্বীকৃতি। ২০০২ সালের জাপান-কোরিয়া বিশ্বকাপ থেকে পুরস্কারটি দেওয়া শুরু হয়।