।। প্রথম কলকাতা ।।
Care Of Plants: শীতকাল এলেই বাড়ির বাগানে রঙবেরঙের ফুলের গাছ লাগাতে পছন্দ করেন গাছপ্রেমীরা। নার্সারি (Nursery) থেকে কিনে নিয়ে আসেন পছন্দের বিভিন্ন গাছ। শখ করে সেইগুলি টবে টবে সাজিয়ে রাখেন বারান্দায় বাগানে, অথবা ছাদের কার্নিশে। দু বেলা নিয়ম করে জলও দেন। কিন্তু তারপরে কোন এক অজ্ঞাত কারণবশত সেই গাছগুলির পাতা না হয় হলুদ হয়ে যায় কিংবা ঝরে পড়ে যায়। ঠিকমতো ফুলও দেখা যায় না। আর কিছুদিন পরে সেই গাছগুলি শুকিয়ে যাওয়ায় তাদের অস্তিত্ব বিলীন হয়।
এরকম ঘটনা ঘটলে যে কোন গাছ প্রেমীরই মন ভেঙে যাওয়া স্বাভাবিক। তবে কেন এটা হচ্ছে জানেন কী ? অনেক সময় ভুল পরিচর্যা করার কারণে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনার হয়তো মনে হবে আপনি গাছের ঠিকঠাক যত্ন (Take Care Of Your Plants) নিচ্ছেন কিন্তু আসলে তা হচ্ছে না। যে সকল সমস্যাগুলি দেখা দেয়-
- গাছের জন্য ভুল টব নির্বাচন : যারা ঘরের মধ্যে গাছ রাখতে পছন্দ করেন তাঁরা সুন্দর সিরামিকের টব বেছে নেন। কিন্তু সেই টবের নিচের দিকে কোনরকম ছিদ্র থাকে না। তাই জল দেওয়ার পর জল বের হতে পারে না। মাটি অতিরিক্ত পরিমাণে জল ধরে রাখে আর এর ফল স্বরূপ দেখা যায় শিকড় পচে গিয়েছে । অনেক সময় আবার কোন একটি গাছকে ছোট আকারের টবে রাখা হয়। কিন্তু গাছ যখন বড় হয় সে নির্দিষ্ট পরিমাণ জায়গা পায় না। যার কারণে গাছের রঙ হয়ে আসে ফ্যাকাশে । তাই গাছ লাগানোর জন্য সবসময় মাটির টব ব্যবহার করা উচিত। সাজাতে চাইলে সেই টবটি কে রঙ করে নেওয়া যেতে পারে।
- যথেষ্ট রোদ না পাওয়া: এমন কিছু গাছ রয়েছে যেগুলি পর্যাপ্ত পরিমাণের রোদ পেলে তরতরিয়ে বেড়ে ওঠে। আবার কিছু গাছ রয়েছে যেগুলিকে অতিরিক্ত রোদে রাখলে তা শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। সাধারণত ইন্ডোর প্ল্যান্টকে বেশি কড়া রোদে রাখা যায় না । আবার ফুল কিংবা ফলের গাছের বেড়ে ওঠার জন্য রোদের প্রয়োজন হয়। তাই গাছ বুঝে তাকে রোদে রাখার ব্যবস্থা করতে হবে।
- অতিরিক্ত জল দিয়ে ফেলা : অনেক সময় দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে। তার প্রধান কারণ হল প্রয়োজনের থেকে কম-বেশি জল দিয়ে ফেলা । যেমন ধরুন যে গাছের কম জল প্রয়োজন তাকে বেশি জল দিলে এই সমস্যা দেখা দেবে। আবার যে গাছের বেশি জল প্রয়োজন সেই গাছে কম জল দিলেও গাছের পাতা হলুদ হয়ে যাবে। নার্সারি থেকে গাছ কেনার সময় অবশ্যই জেনে নেবেন কোন গাছকে কী পরিমান জল দিলে তা সতেজ থাকবে।
- পোকার উপদ্রব : বাড়িতে গাছ লাগিয়েছেন মানেই সেখানে পোকার আক্রমণ হবে । এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু গাছের পাতাকে পোকার হাত থেকে রক্ষা করার জন্য সঠিক কীটনাশকের ব্যবহার করতে হবে। পিঁপড়ে কিংবা অন্যান্য পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য জলের সঙ্গে ওই কীটনাশক মিশিয়ে স্প্রে করুন। এতে গাছের সুস্বাস্থ্য বজায় থাকবে । এই কীটনাশক গুলি সহজেই পাওয়া যায় বিভিন্ন নার্সারিতে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম