।। প্রথম কলকাতা ।।
Health Tips: ব্যস্ততার মাঝে তাড়াহুড়ো করে খেতে গিয়ে কিংবা অসাবধানতার কারণে মাছের কাঁটা (Fish bone) গলায় ফোটা স্বাভাবিক ব্যাপার। মাছে ভাতে বাঙালি বলে কথা। সেখানে কাঁটার ভয়ে মাছ খাওয়া ছেড়ে দিতে হবে এটা ভাবা একেবারেই অসম্ভব ব্যাপার। মাছ ছাড়া বাঙালির ভুড়িভোজ সম্পূর্ণ হয় না। অনেকে আবার মজা করে গলার কাঁটা দূর করতে বিড়ালের পা ধরতে বলেন। এছাড়াও ওঝা, ঝাড় ফুঁকের মতো অপচিকিৎসা তো রয়েছে। গলায় মাছের কাঁটা আটকে যাওয়া মানে বেশ কষ্টকর ব্যাপার। তবে জানেন কি আপনি ভয় না পেয়ে বাড়িতে বসেই এই সমস্যার সমাধান করতে পারেন।
- সবার প্রথম সমাধানটা কম বেশি প্রত্যেকেই জানেন। মাছের কাঁটা গলায় ফুটলে কিছুটা শুকনো ভাত চটকে দলা পাকিয়ে ছোট্ট বলের মতো বানিয়ে নেবেন। তারপর সেই বলটা হালকা চাপ দিয়ে গিলে ফেলার চেষ্টা করবেন। এটি কয়েকবার করলে দেখবেন মাছের কাঁটা গলা থেকে নেমে গিয়েছে।
- যদি শুকনো ভাতে মাছের কাঁটা না নামে, তাহলে মুড়ি কিংবা গরম দুধে পাউরুটি ভিজিয়ে খেতে পারেন।
- বাড়িতে যদি এডিবেল অলিভ অয়েল থাকে তাহলে দেরি না করে এক চামচ সেই তেল খেয়ে নিন। কারণ অলিভ অয়েল অন্যান্য তুলের তেলের তুলনায় একটু বেশি পিচ্ছিল।
- এছাড়াও এই সমস্যার সমাধানে আসতে পারে ভিনেগার। জলের সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে খেলে খুব দ্রুত গলা থেকে কাঁটা নেমে যাবে।
- এক টুকরো লেবুতে সামান্য লবণ মিশিয়ে চুষে চুষে খান। বলা হয় লেবুর অম্লতা আর লবনের লবণাক্ততা একসাথে মিলে কাঁটা গলিয়ে দেয়।
- যদি উপরের টিপসগুলি কোনটাই কাজে না লাগে, তাহলে হালকা গরম জলে সামান্য লবণ মিশিয়ে অল্প অল্প করে পান করুন। এর ফলে কাঁটা দ্রুত নরম হয়ে গিয়ে গলা থেকে নেমে যাবে। চাইলে কয়েকবার কাশতে পারেন। কাশির দমকে কাঁটা বেরিয়ে আসবে।
- বাড়িতে পাকা কলা থাকলে সামান্য কলা একটু চিবিয়ে নিন কিংবা চটকে নিয়ে গিলে ফেলুন। এর ফলে গলার কাঁটা নেমে যেতে পারে। আপনি চাইলে মার্শমেলোর মণ্ড চেবাতে পারেন, এতে থাকা চিনির চটচটে আঠায় কাঁটা আটকে গিয়ে নেমে যাবে।
এত কিছু পরেও যদি কাঁটা না নামে তাহলে দ্রুত নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যান কিংবা গলার একজন বিশেষজ্ঞকে দেখান। বিষয়টি ফেলে রাখা একদম উচিত হবে না। ঘরোয়া উপায়ে কাঁটা না নামলে বুঝতে হবে ডাক্তারের সাহায্য নেওয়া অবশ্যই দরকার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম