।।প্রথম কলকাতা।।
Face care: শীতকাল মানেই শুষ্ক আবহাওয়া। এই সময় সময়ে ত্বকের রুক্ষতা বহুগুণ বেড়ে যায়। শীতল বাতাস, কম আর্দ্রতা ও কম তাপমাত্রার কারণে স্বাভাবিক সময়ের চেয়ে ত্বকের ক্ষতির পরিমাণ বাড়ে। ত্বকের কোষগুলো ভাঙতে থাকে। ত্বকে আসে কালচে ভাব। এ ছাড়া এই সময়ে ত্বকের নমনীয় ভাব কমে আসে, কালো দাগও বেশি ফুটে ওঠে। অথচ এই সময় বিয়েবাড়ি থেকে নাইট পার্টি সহ নানান অনুষ্ঠান। তাই ত্বককে উজ্জ্বল রাখাও চাই। এজন্য ঘরোয়া কিছু পদ্ধতি ম্যাজিকের মতো কাজ দেবে।
কমলায় থাকে ভিটামিন ‘সি’ এবং অ্যান্টি-অক্সিডেন্ট। ত্বকের কালো দাগ কমানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে এটি।কমলার খোসা পরিমাণমতো, ১ চা-চামচ মধু ও ২ চা-চামচ দুধ দিয়ে একটি প্যাক তৈরি করতে হবে। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে বেটে নিতে হবে। এর সঙ্গে ১ চা-চামচ মধু (Honey )ও ২ চা-চামচ দুধ মিশিয়ে প্যাক বানিয়ে মুখে ব্যবহার করুন। মুখ পুরোপুরি শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন সহজেই এই প্যাক ব্যবহার করতে পারেন।
গাজর ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে বহুগুণ। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ আছে। তা শীতকালে রোদে পোড়ার সমস্যা থেকে ত্বককে রক্ষা করে। এ ছাড়া ত্বকের কালো ভাব দূর করতেও সাহায্য করে।
গাজরের মিশ্রণ পরিমাণমতো, মধু ১ চা-চামচ, দুধের সর ১ চা-চামচ ও নারকেল তেল ১ চা-চামচ। সব উপকরণ মিলিয়ে মুখে ব্যবহার করে ১৫ মিনিট রাখতে হবে। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন। এই প্যাক ত্বক উজ্জ্বল রাখবে শীতকালেও।
শীতে ত্বকের কালো ভাব দূর করতে ও ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে বেশ ভালো কাজ করে গ্লিসারিন। প্রথমে মুখ জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার তুলো দিয়ে মুখ মুছে নিতে হবে। গ্লিসারিন তুলোয় ভিজিয়ে ঠোঁট(Lip) ও চোখের অংশটি বাদ দিয়ে মুখে ব্যবহার করতে হবে। মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই। গ্লিসারিন ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের (Skin)কোষ গঠনে সাহায্য করে এবং উজ্জ্বল করে। ত্বক খুব রুক্ষ হলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। বাকি ক্ষেত্রে সপ্তাহে ২ দিনই যথেষ্ট।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম