।। প্রথম কলকাতা ।।
Ganesh Puja Vidhi: সপ্তাহের সাত দিনের কোন দিনে কোন দেবতাকে আরাধনা করবেন, এই নিয়ে শাস্ত্রে কিছু নিয়ম রয়েছে। হিন্দু ধর্মে সপ্তাহের প্রত্যেক দিন দেবতাদের আরাধনার ক্ষেত্রে নানান উপায় মেনে চলা হয়। যেমন রবিবার সূর্যদেব, সোমবার দেবাদিদেব এবং মঙ্গলবার মা মঙ্গলচন্ডী, হনুমানজি, বিপত্তারিণীর আরাধনার কথা বলা হয়। বুধবার মা ত্রিপুরাসুন্দরী আর গণেশের পুজো করলে সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। বৃহস্পতিবার করা হয় মা লক্ষ্মী, গণেশ এবং নারায়ণের পুজো। শুক্রবার মাতা সন্তোষী এবং মা ভুবনেশ্বরীর পুজো করা হয়। অপরদিকে শনিবার শনিদেব এবং মাতা দক্ষিণাকালীর আরাধনা করা হয়ে থাকে।
বেশিরভাগ হিন্দু পরিবারেই গণেশ পুজোর রেওয়াজ রয়েছে। সপ্তাহের বুধবার হল গণেশ পুজোর উত্তম দিন। জীবনের শত বাধা পেরিয়ে সাফল্য আনতে গনেশজির আশীর্বাদের মাহাত্ম্য অপরিসীম। গৃহশান্তি বজায় রাখতে বহু মানুষ বুধবার ধুমধুম করে গণেশ দেবের আরাধনা করেন। শুধু তাই নয় প্রসাদে রাখেন বিভিন্ন ফল, লাড্ডু আর মোদক।
পুজোর নিয়ম
মনে করা হয়, যদি কোন ব্যক্তি নিয়ম মেনে বুধবার গণেশের আরাধনা করেন তাহলে জীবন সুখ সমৃদ্ধির ছোঁয়ায় সমৃদ্ধ হয়ে ওঠে।
- এই দিন অবশ্যই গণেশের চরণে দূর্বা নিবেদন করতে ভুলবেন না।
- পুজোর অর্ঘ্যে রাখবেন লাল ফুল।
- অবশ্যই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পুরনো হলে ক্ষতি নেই, কিন্তু শুদ্ধ পরিস্কার বসনে পুজো করতে হবে।
- পুজোর সময় প্রদীপ এবং সুগন্ধি ধূপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ হলে আরো ভালো।
- পুজোর পর অবশ্যই এক মনে ১০৮ বার গনেশের মন্ত্র জপ করবেন।
- চাইলে গনেশকে বেল পাতা নিবেদন করতে পারেন, তবে ভুলেও তুলসি পাতা দেবেন না।
- পুজোর আগে পুজোর থালা ভালোভাবে সাজিয়ে নেবেন। সেখানে রাখবেন দূর্বা, ফুল, ফল, আতপ চাল আর সিঁদুর।
- ব্যবসা-বাণিজ্য কিংবা চাকরির উন্নতির ক্ষেত্রে বুধবার আপনি গণেশের উদ্দেশ্যে হলুদ নিবেদন করতে পারেন। মনে করা হয় এই ছোট্ট কাজে ব্যবসা-বাণিজ্যের সমস্ত বাধা কেটে যায়।
- এছাড়াও বিয়েতে বাধা দূর করতে গণেশ আরতির সময় থালায় রাখতে পারেন ২১টি গুড়ের নৈবেদ্য আর ২১ টি দূর্বা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম