।। প্রথম কলকাতা ।।
Calcutta Medical College : এবার থেকে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে আসা প্রত্যেকটি রোগীর চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে কত টাকা খরচ করা হচ্ছে সেই সংক্রান্ত তথ্য জানানো হবে। সরকারি হাসপাতালেও রোগীদের দেওয়া হবে বিল। সেই বিলে থাকা টাকার পরিমান যদিও তাদেরকে মেটাতে হবে না। সরকারের খরচ সংক্রান্ত হিসাব থাকবে সেখানে। সোমবার এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি।
আনন্দবাজার পত্রিকা অনলাইনে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় জানান, বর্তমানে খরচ সাপেক্ষ চিকিৎসা বিভাগ গুলিতে ট্রিটমেন্ট করালে বিল রোগীদের দেওয়া হবে। অর্থাৎ কার্ডিয়লজি সহ আরও বেশ কয়েকটি বিভাগে। পরবর্তীতে ধাপে ধাপে হাসপাতালে যে অন্যান্য বিভাগে চিকিৎসা করা হয় সেখানেও বিল দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। সোমবার কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির একটি বৈঠক ছিল আর সেই বৈঠকেই সকলের সম্মতি ক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সংক্রান্ত একটি বৈঠকের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাদের তরফ থেকেই রোগীদের চিকিৎসার খরচ জানানোর বিষয়টি প্রস্তাবিত করা হয়। আর এই প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিল দিতে শুরু করে। আর এবার সেই পথেই হাঁটল কলকাতা মেডিকেল কলেজ । আগামী কিছুদিনের মধ্যে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীদের হাতেও বিল দিতে চলেছে কর্তৃপক্ষ ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম