।। প্রথম কলকাতা ।।
Hardik Pandya: দেশবাসীর কাছে হার্দিক পান্ডিয়া এখন হিরো। সাফল্য সব ভুলিয়ে দিতে পারে। অতীতে ফিরে গিয়ে পাঁক ঘেঁটে এখন দেখতে চাইবেন না কেউ। কিন্তু গত ৬ মাসের অপমান কি নিজে ভুলতে পারবেন হার্দিক পাণ্ডিয়া ? না তা পারেননি। আর পারেননি বলেই বিশ্বকাপ জয়ের পরে হাউহাউ করে কেঁদে ফেললেন।
“কখনও যদি তোমায় এমন পরিস্থিতিতে পড়তে হয়। তখন পালিয়ে যেতে নেই। আমিও এই কঠিন লড়াই চালিয়ে যাব।” সত্যি সেই লড়াই প্রাণ দিয়ে লড়েছেন । আর লড়াই করে গিয়েছেন বলেই বিশ্বকাপের শেষ ওভারে চমক দেখিয়ে সেরা শিরোপা পাইয়ে দিয়েছেন ভারতকে।
এবার যে জবাব দেওয়ার পালা। বিশ্বকাপের ফাইনালে দেশকে জিতিয়ে মুখ খুললেন । দিলেন সব অপমানের জবাব। “শেষ ছ’টা মাস আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি একটাও কথা বলিনি। কিন্তু আমি জানতাম যে এমন একটা সময় আসবে যখন আমি নিজেকে মেলে ধরতে পারব। আমি কঠোর পরিশ্রম করে গিয়েছি। একটাও কথা বলিনি।
এতদিন চুপ থাকার পুরস্কার পেলাম আমি। জানতাম, সৎ থাকলে সাফল্য আসতে বাধ্য।”
ম্যাচ জিততে দরকার ১৬। তাঁর কাঁধেই সারা দেশের বিশ্বকাপ স্বপ্ন। হার্দিকের নিশ্চয়ই মনে পড়ছিল মাস দেড়েক আগের কথা। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচ ছিল ১৭ মে। সেই ম্যাচও হেরে মাঠ ছেড়েছিলেন হার্দিক পাণ্ডিয়ারা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এমন একটা দিন আসেনি, যেদিন বিদ্রুপের শিকার হতে হয়নি হার্দিককে। শুধু কী তাই! তাঁর সঙ্গে রোহিতের ঝামেলা রয়েছে, সেই নিয়ে নানা কথা হয়েছিল। কিন্তু টি ২০ বিশ্বকাপ জয়ের পরে ভেঙে পড়লেন হার্দিক। মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসে তিনি কান্নায় ভিজলেন। জড়িয়ে ধরলেন সেই রোহিতকেই, চোখের জল মুছিয়ে দিলেন রোহিত।রোহিত স্নেহের চুম্বন দিলেন হার্দিকের গালে।
বার বার ব্যর্থতা দেখেছেন।শেষ ছয় মাস তাঁর মনের ওপর দিয়ে অনেককিছু ঘটে গিয়েছে। এই দিনটার জন্যই সময় খুঁজছিলেন হার্দিক পান্ডিয়া। টি ২০ বিশ্বকাপে শেষ ওভারের নায়ক তো তিনি।
’
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম