।। প্রথম কলকাতা ।।
Adrit-Kaushambi: বিয়ের দেড় মাস পরেই মাকে হারালেন কৌশাম্বী চক্রবর্তী। নিজেই জানালেন দুঃসংবাদ। সোশ্যাল মিডিয়ায় করলেন হৃদয়বিদারক পোস্ট। মা-কে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন অভিনেত্রী। কৌশাম্বীর কাতর আকুতি দেখে চোখে জল ভক্তদেরও। আদৃত কোথায়? ঠিক কী হয়েছিল কৌশাম্বীর মায়ের? অনুরাগী মহলে শোকের ছায়া।
খবরটা যেন বিশ্বাসই হচ্ছেনা কারোর। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখতেই বুকটা যেন ছ্যাৎ করে উঠল। এই তো দেড় মাস আগেই হইহই করে মেয়ের বিয়ে দিয়েছিলেন। কয়দিন আগেই ধুমধাম করে পালন করলেন জামাইষষ্ঠীর অনুষ্ঠান। আর সেই মানুষটাই নাকি আজ আর নেই। বৃহস্পতিবার ঘটে গেল বিরাট অঘটন। যাকে দেখে জীবনের শক্তি জোগাতেন তাকেই হারিয়ে ফেললেন কৌশাম্বী। হারিয়ে ফেলেছেন মা-কে। অন্তত অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে তো এটাই মনে হচ্ছে। গতকাল রাতে কৌশাম্বী নিজেই জানিয়েছেন মাতৃ বিয়োগের কথা। ঠিক কী হয়েছিল কৌশাম্বীর মায়ের?
এইদিন মায়ের সঙ্গে নিজের পোষ্যের একটা ছবি পোস্ট করে দুঃসংবাদটি দিয়েছেন অভিনেত্রী। প্রাথমিকভাবে সকলেই মনে করেছিলেন, হয়ত পোষ্যের কিছু হয়েছে। কিন্তু কৌশাম্বীর ক্যাপশন বলছে অন্য কথা। সেখানে স্পষ্টই লেখা রয়েছে ‘ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কী করব মা এবার। কে বুঝবে মা তোমার মতো করে আমায়। কার কাছে গল্প-আবদার করব। কার সঙ্গে ঝগড়া করব। সব করেছ সবার জন্য নিজের জন্য কখনও ভাবোনি’।
কৌশাম্বীর এই কাতর আকুতি যে তার মায়ের জন্যই সেটা বুঝতে বাকি থাকেনি কারোরই। এরপরই স্বনামধন্য সংবাদমাধ্যম ‘এই সময়’ও খবরটি কনফার্ম করেছে তাদের ওয়েব পোর্টালে। সেখান থেকেই জানা গেছে, গত বৃহস্পতিবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হন কৌশাম্বীর মা। তাকে তড়িঘড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা আর হয়নি।
মে মাসের ৯ তারিখই প্রেমিক আদৃতের নামে সিঁদুর পরেছিলেন কৌশাম্বী। শুরু করেছিলেন নতুন জীবন। কয়দিন আগেই গোয়ায় হানিমুন সেরে ফিরলেন তারকা জুটি। মেয়ের খুশি দেখে আনন্দে আত্মহারা ছিলেন কৌশাম্বীর মা-ও। রিটায়ারমেন্টের পর টিউশন পড়ানোর ইচ্ছা ছিল তার। ইচ্ছে ছিল ছোটদের আবৃত্তি শেখাবেন। চুলে রঙ করে নতুন করে সাজিয়ে তুলবেন নিজেকে। তবে এত সুখ বোধহয় কপালে সইল না। বৃহস্পতিবার আচমকা ছন্দপতন। না ফেরার দেশে পাড়ি দিলেন কৌশাম্বীর মা। স্বাভাবিকভাবেই একটা নীরবতা ছেয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভেঙে পড়েছেন কৌশাম্বীও।
এর আগে ১৪ মে একইভাবে মা-কে হারিয়েছিলেন কৌশাম্বীর কাছের বন্ধু তন্বী লাহা রায়। সেবার বন্ধুর পাশে ছিলেন কৌশাম্বী। তখন কে জানতো যে, মাস ঘুরতে না ঘুরতেই তাকেও একই কষ্ট সহ্য করতে হবে? একরাশ যন্ত্রণা নিয়ে কৌশাম্বী এইদিন মায়ের জন্য লিখেছেন, ‘তুমি আমাদের মাঝে সবসময় থাকবে। আমি তোমাকে ভালোবাসি। তুমিই প্রকৃত যোদ্ধা।’ আমরাও চাই তিনি যেখানেই থাকুন, ভাল থাকুন। সাহস জুগিয়ে উঠুক কৌশাম্বী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম