।। প্রথম কলকাতা ।।
Sandipta Sen Wedding: এই একটা গয়না পরেই শ্রীপর্ণার থেকে এগিয়ে গেলেন সন্দীপ্তা, যা দেখলে পছন্দ হবে আপনারও। সাধারণ বিয়ে নয়! যে যে কারণে সন্দীপ্তার বিয়ে সবার চেয়ে আলাদা, হাতের শাখা পলাও একদম অন্যরকম। এই মেকআপে নায়িকাকে মানিয়েছে আদৌ? প্রশ্ন তুলছেন নেটিজেনরাও। যে কথা দিয়েছিলেন তা মেনেই হল বিয়ের সব আয়োজন। শুধু নিজে নয় বরকেও পরালেন সিঁদুর। এলাহি সব ব্যাপার। যে কায়দা মেনে হল সবটা। সন্দীপ্তার বিয়েতে কীভাবে জড়িয়ে গেলেন শাহরুখ? আপনিও নায়িকার মত বেনারসি কিনতে চান? কী এমন বিশেষত্ব রয়েছে? বৃহস্পতিবার সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল সন্দীপ্তা-সোম্যর বিয়ের আসর।
সব গয়নার মধ্যে সকলের নজর কেড়েছে সন্দীপ্তার টায়রা এবং টিকলি বা মাথা পাট্টি হৃদয় আকৃতির টিকলি এবং মাথায় পেতে বসে থাকা মাথা পাট্টির নক্সা একেবারে সাবেকি। মাথা পাট্টি একেবারে সাবেকি একটি গয়না। যারা সাবেকি গয়না পরতে পছন্দ করেন তাঁরা বিয়ের সময় এই গয়না পরেন। নৃত্যশিল্পীরাও এই গয়না পরেন। পরনে গোলাপী রঙের হালকা বেনারসি। হালকা সাজে দেখা গেল তাঁকে। একে অপরকে দেখে বেজায় খুশি সন্দীপ্তা-সোম্য। দম্পতিকে মালা বদল করার পর একে অপরকে জড়িয়ে ধরে মুহূর্ত উপভোগ করতে দেখলে সকলে, স্টেজে তখন শুধুই তারা। মহিলা পুরোহিতের মতে বিয়ে সারলেন নায়িকা। বিয়েতে যে সাবেকি সাজে সাজবেন তিনি সে কথা তো আগে থেকেই স্থির করে রেখেছিলেন। তাঁর পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন অভিষেক রায়।
এক দিনেই বিয়ে এবং রিসেপশন হয়। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়ে হলুদের সকালে। বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিভিন্ন মাছের পদ থেকে পাঁঠার মাংস কিছুই বাদ ছিল না। এসেছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা গেল আমন্ত্রিতদের তালিকায়। বিয়েতে সাদা রঙের কিছু পরা যাবে না বলে বাগদান পর্বের দিন সাদা লহেঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী। রাজকীয় বিয়েতে ঠিক কী কী মেনু রেখেছেন নায়িকা? তা জানার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সমস্ত ভক্তরা।
বিয়ের মতোই প্রীতিভোজেও ছিল বিরাট আয়োজন। শীত পড়তে না পড়তেই শীতে প্রিয় খাবার দিয়েই শুরু হয়েছিল ভুরিভোজ। সঙ্গে আলুর দম ও ছোলার ডাল তারপরেই ছিল সাদা ভাত, বাসন্তী পোলাও। ফিশ ফ্রাই, মাটন কষা, চিকেন রেজালা ও চিংড়ি মাছের মালাইকারি। বিয়ের জন্য সবাই শীতকালই পছন্দ করেন। গরমের হাঁসফাঁসানি থাকে না, আবার বর্ষার জল থাকে না। ঠান্ডার মরসুমে সাজগোজ করতেও ভাল লাগে। সেই সব পরিকল্পনা করেই হয়তো সন্দীপ্তাও তাঁর বিয়ের তারিখ ঠিক করেছিলেন। নায়িকার আইবুড়োভাতের দিন থেকে কলকাতায় শুরু হয় টানা বৃষ্টি কিন্তু সেজে সব মেনেই ইচ্ছেপূরণ হয়েছে সন্দিপ্তার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম