।। প্রথম কলকাতা ।।
Hand Care: বাড়িতে বাসন মাজা, জামা কাপড় ধোয়ার মত কাজ করা মানেই জল ব্যবহার। অন্যান্য ঋতুতে এই কাজে খুব একটা সমস্যা না হলেও শীত পড়তেই ত্বকের বারোটা বাজতে শুরু করে। বাসন মাজার ক্ষেত্রে ব্যবহার করা হয় নানান ডিটারজেন্ট কিংবা সাবান। যার কারণে হাত রুক্ষ হয়ে যায়। ত্বক হারিয়ে ফেলে স্বাভাবিক কোমলতা। ঠিক একই অবস্থা হয় জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে। যদিও এই সমস্যার সমাধানের জন্য ঘরোয়া কিছু উপায় রয়েছে, যার ফলে ত্বক আগের মত নরম এবং মোলায়েম হবে।
আপনার হাতে তালুর স্বাভাবিক কোমলতা ফিরে পেতে ব্যবহার করুন বাড়ির হেঁসেলের সামান্য কয়েকটি জিনিস। এর জন্য প্রয়োজন পাতিলেবু, মধু, দই, বেসন আর টমেটো।
•ত্বক মোলায়েম করতে দই আর বেসনের মিশ্রণ চটজলদি কাজ দেয়। এছাড়াও হাতের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। প্রথমে চার টেবিল চামচ বেসন এবং দুই টেবিল চামচ দই ভালোভাবে মিশিয়ে সেই মিশ্রণ হাতের তালুতে মাখুন। তারপর পনেরো মিনিট পর হালকা গরম জলে হাত ধুয়ে ফেলুন।
•হাত কোমল করতে ব্যবহার করতে পারেন পাতিলেবু আর মধুর প্যাক। তিন টেবিল চামচ পাতি লেবুর রসের সঙ্গে দুই টেবিল চামচ মধু মিশিয়ে হাতের তালুতে ভালোভাবে মেখে নিন। তারপর প্রায় কুড়ি মিনিট পর ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে ফেলুন।
•হেঁসেলে টমেটোর অভাব নেই। সামান্য এক টুকরো টমেটোর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ভালোভাবে হাতে মেখে নিন। তারপর ১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেললে দেখবেন হাত আগের থেকে অনেক উজ্জ্বল হয়েছে এবং খসখসে ভাব কমে গেছে। আপনি চাইলে এই মিশ্রণে একটু গ্লিসারিন মিশিয়ে নিতে পারেন।
•বাসন মাজা কিংবা জামা কাপড় ধোয়ার পর হাত ধুয়ে সঙ্গে সঙ্গে হাতে ভালো ময়েশ্চারাইজার কিংবা যে কোন হ্যান্ড ক্রিম মেখে নিন। ঠিক একই ভাবে রাতেও হ্যান্ড ক্রিম মেখে তারপর ঘুমাতে যাবেন। যেহেতু এই সময় ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে, তাই দুই হাতে হ্যান্ড ক্রিম দিয়ে মেসেজ করলে ভালো উপকার পাওয়া যায়।
•সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন হাত স্ক্রাব করতে ভুলবেন না। বাজার চলতি নানান বডি স্ক্রাব পাওয়া যায়। সেগুলিও ব্যবহার করতে পারেন, আর যদি ত্বকের সমস্যা থাকে তাহলে হ্যান্ড স্ক্রাব বাড়িতেই বানিয়ে নিতে পারেন। সকালে দিকে একটু ভিটামিন ই এবং ভিটামিন সি সিরাম ব্যবহার করতে পারেন।
•আপনি কোন সাবান দিয়ে হাত ধুচ্ছেন সেটা জানা অত্যন্ত জরুরি। কারণ সাবান ত্বকের উপর বেশ বড়সড় প্রভাব ফেলে। বেশি ক্ষার যুক্ত সাবান ব্যবহার করলে হাত খসখসে হবে এটাই স্বাভাবিক। এই ধরনের সাবান ব্যবহারে ময়লা পরিষ্কার হবে ঠিকই, কিন্তু ত্বকের ক্ষতি হয়। পিএইচ মাত্রার মধ্যে কোন ভারসাম্য থাকে না। স্বাভাবিকভাবেই বাড়তে থাকে শুষ্কতা। তাই কম ক্ষারযুক্ত কিংবা ক্ষার বিহীন সাবান ব্যবহার করুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম