।। প্রথম কলকাতা ।।
গোটা বিশ্বের হাজার হাজার ক্রিকেট সমর্থকের কাছে এর থেকে বড় সুখবর আর কিছু হতে পারে না। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার অলিম্পিকের মঞ্চ আলো করবে ক্রিকেট। অলিম্পিককে বলা হয় দ্য গ্রেটেস্ট টুর্নামেন্ট অন দ্য আর্থ। আর এই প্রতিযোগিতায় আরও একবার এন্ট্রি নিল ক্রিকেট। ১২৮ বছর পর আরও একবার অলিম্পিকের দরবারে ক্রিকেটকে ঠাঁই দেওয়া হয়েছে। আর এর নেপথ্যে একজনই, যা স্বীকার করে নিলেন আয়োজকরাও। তিনি আর কেউ নন বিশ্ব ক্রিকেটের আইকন বিরাট কোহলি।
বিরাট প্রেমে মুগ্ধ গোটা বিশ্ব ক্রিকেট। খেলার মাঠের প্রতিটি ঘাস মনে রেখেছে কোহলির রূপকথার কাহিনী। ছড়িয়ে পড়েছে তা বিশ্বের সর্বত্র। আর এই কারণেই অলিম্পিক কমিটিও কুর্নিশ জানাল কোহলির ব্যপ্তিকে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মুখ বলা হয় বিরাট কোহলিকে। তিনি এখন ক্রিকেটের ব্র্যান্ড। মাঠে নামলেই যেমন নিত্য নতুন রেকর্ড গড়ছেন। তেমনই সোশ্যাল মিডিয়াতেও ‘কিং’, কোহলিই। ক্রিকেটের মধ্যেই আর সীমাবদ্ধ নেই কোহলি, বিরাট ব্যপ্তি ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা গগণচুম্বী। সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যার নিরিখে রোনাল্ডো-মেসির পরই রযেছেন বিরাট কোহলি। ৩৪০ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় বিরাটকে ফলো করেন।
এমনকী লেব্রন জেমস, টম ব্রেডি, টাইগার উডসের মতো বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তিন ক্রীড়াবিদকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। ২২ গজে গড়েছেন ২৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান, ৭৭টি সেঞ্চুরির মালিক কোহলি। এছাড়া ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে খেলার মাঠে দুর্দান্ত সব মুহূর্ত ভক্তদের উপহার দিয়েছেন কোহলি। সেই কারণেই বিরাট প্রেমে মুগ্ধ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের স্পোর্টস ডিরেক্টর নিকোলো ক্যামপ্রিয়ানি।
তিনি এদিন বলেন, এখন আমার বন্ধু বিরাটের কথা ভাবছি। বিশ্বের সব অ্যাথলিটদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ওর ফলোয়ার সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। ওর ৩১৪ মিলিয়ন ফলোয়ার্স আছে। যা লেব্রন জেমস, টম ব্রেডি, টাইগার উডসের মিলিত ফলোয়ার্স সংখ্যার থেকেও বেশি। যা বাস্তবেই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স, আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি এবং ক্রিকেট মহল সকলের জন্য লাভজনক।
২০২৮ অলিম্পিকে ক্রিকেট আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে আদৌও ২০২৮ সালের অলিম্পিক্সে বিরাট খেলতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ আছে। কারণ বর্তমানে বিরাটের বয়স ৩৪। আগামী ৫ই নভেম্বর বিরাটের বয়স হবে ৩৫ অর্থাৎ ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে তাঁর বয়স ৪০ পেরিয়ে যাবে। বিরাট চূড়ান্ত ফিট হলেও ২০২৮ সাল পর্যন্ত ক্রিকেট খেলবেন কিনা, তা নিয়ে সংশয় আছে। তবে বিরাট ব্র্যান্ড যে কাজটা করেছে, সেটা ক্রিকেটের সামনে সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম