।। প্রথম কলকাতা ।।
Shravan Month: শ্রাবণ মাসের সোমবার করুন ছোট্ট কাজ। মিলবে মহাদেবের আশীর্বাদ। আর দুঃখ-কষ্ট থাকবে না। আপনি যদি নিত্য সাংসারিক ঝামেলায় অতিষ্ট হয়ে থাকেন তাহলে আরাধনা করুন মহাদেবের। তাঁর আশীর্বাদে সমস্ত দুশ্চিন্তা দূর হবে। মহাদেবের আরাধনায় শ্রাবণ মাস এত গুরুত্বপূর্ণ কেন? এই মাসে তাঁকে সন্তুষ্ট করতে ঠিক কি কি করবেন?
বছর জুড়ে মহাদেবের পুজো হলেও হিন্দু ধর্মগ্রন্থ গুলিতে শ্রাবণ মাসের এত গুরুত্ব কেন? আসলে এই মাসেই হয়েছিল সমুদ্র মন্থন। উঠে এসেছিল মারাত্মক বিষ। গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে সেই বিষ পান করেন মহাদেব। বিষের তেজে নীল হয়ে গিয়েছিল তাঁর শরীর। বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেন দেবী পার্বতী। সেই কথা স্মরণ করে প্রত্যেক বছর শ্রাবণ মাসে শিব ভক্তেরা মহাদেবের পুজো করেন। মাথায় ঢালেন দুধ আর জল।
জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়ে যাবে শ্রাবণ মাস। শ্রাবণে দেবাদিদেবের মাথায় জল ঢালতে বহু মানুষ হরিদ্বার, ঋষিকেশ, কৈলাসের দিকে যাত্রা করেন। কথিত আছে, এই সময় নিয়ম মেনে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করলে মনের ইচ্ছা পূরণ হয়, কেটে যায় জীবনে থাকা সমস্ত বাধা। সংসার ভরে ওঠে সুখ আর সমৃদ্ধিতে। আবার বহু মানুষ শ্রাবণের সোমবার সন্তানের মঙ্গল কামনায় উপবাস রাখেন। শ্রাবণ মাসের সোমবার সুফল পেতে এবং আর্থিক কষ্ট দূর করতে কোন নিয়মে আরাধনা করবেন? একটু জেনে নিন।
- শ্রাবণ মাসের সোমবার যদি উপবাস রাখলে অবশ্যই ব্রহ্মচর্য মেনে চলবেন। এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুদ্ধ বসনে দেবাদিদেবের আরাধনার আয়োজন করুন।
- মহাদেবকে স্নান করানোর সময় ঘি, মধু, চন্দন, দুধ, ডাবের জল এবং গঙ্গাজল দিতে পারেন। অভিষেকের সময় চন্দন ব্যবহার করুন। এড়িয়ে চলুন হলুদ আর সিঁদুর।
- মহাদেবের পাশাপাশি অবশ্যই মাতা পার্বতীর আরাধনা করুন।
- এই সময় অ্যালকোহল এবং তামাক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন।
- যদি উপবাস রাখেন তাহলে চাল, ডাল, গম জাতীয় খাবার খাবেন না।
- চেষ্টা করবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখার। উপবাস ভঙ্গ করুন একটি বেলপাতা দিয়ে। যদি উপবাস করতে কষ্ট হয় তাহলে জল, শরবত কিংবা ফল খেতে পারেন।
- সোমবার মানসিক শান্তি পেতে অবশ্যই ১০৮ বার মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার চেষ্টা করুন।
- এইদিন আপনার বাড়ির দরজা থেকে কোন অসহায় ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। সামর্থ্য অনুযায়ী কিছু দান করার চেষ্টা করবেন।
- শুদ্ধ মনে ভগবান শিবের আরাধনা করুন। কটু কথা কিংবা অন্যকে কষ্ট দেবে এমন ধরনের বাক্য এড়িয়ে চলুন।
- শ্রাবণের উৎস শ্রাবণ থেকে। এই মাস শুভ কথা শোনার মাস। শ্রাবণের প্রত্যেক সোমবার স্নান করে শিবস্তোত্র পাঠ করুন। চাইলে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন।
মহাদেবের অমঙ্গলের সংহারক, তাঁর অশেষ কৃপায় দূর হবে জীবনের সমস্ত ঝড় ঝঞ্ঝা। তাই শ্রাবণ মাসকে এড়িয়ে যাবেন না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম