।। প্রথম কলকাতা ।।
Cricket Ball: ব্যাট, বল আর উইকেট। এই তিনটি থাকলেই কেল্লাফতে। জমিয়ে খেলা হবে ক্রিকেট। তবে ক্রিকেটের ওয়ান ডে, টি-২০ ও টেস্ট ক্রিকেট আলাদা আলাদা বলে খেলা হয়। সাদা হোক বা লাল, দুই ধরণের বল চামড়ার তৈরি। আর দুই ধরণের বলের ওজনেও তফাত রয়েছে। কিন্তু আপনারা জানেন কি ক্রিকেট বলের ওজন কত ? জেনে রাখা ভালো সাদা বল তুলনামূলক হালকা। জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ দলে বলগুলির ওজন ১৫৫.৯ গ্রাম থেকে ১৬৩ গ্রামের মধ্যে হয়ে থাকে বলের ওজন।অন্যদিকে ক্রিকেট বল কিন্তু পুরোপুরি গোল নয়। বলগুলির পরিধি হয়ে থাকে ২২৪ থেকে ২২৯ মিলিমিটার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম