।। প্রথম কলকাতা ।।
Adrija Roy: টলিউডে আর দেখা নেই অদৃজার। টলিপাড়া থেকে মুম্বইয়ে বিশাল পরিচিতি। মুম্বইয়ে যেতে না যেতেই কীভাবে এত সাফল্য এই প্রশ্ন উঠছে খোদ ইন্ডাস্ট্রির অন্দরেই। নিজেকে কীভাবে পাল্টালেন এই অভিনেত্রী? মুম্বইতে কাজ ছাড়া আর কী করছেন অদ্রিজা?
মফঃস্বলের মেয়ে অদ্রিজা রায়। মাত্র ২৪ বছর বয়সে টলিউডের সীমানা ছাড়িয়ে তিনি বলিউডে কাজ করছেন জমিয়ে। যদিও তাঁর কেরিয়ার শুরু হয়েছিল বাংলা সিরিয়াল থেকেই। তারপর তাঁকে কয়েকটি সিনেমাতেও কাজ করতে দেখা গিয়েছিল। এখন তিনি বলিউডের ছোটপর্দায় কাজ করছেন। সেখানেই নিজের সংসার গুছিয়ে নিয়েছেন। বাংলা ধারাবাহিক নয় বরং হিন্দি ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন এই অভিনেত্রী। মুম্বইতে সুখের সংসার ভালোই পেতেছেন তিনি। একটা ধারাবাহিক শেষ হয়েছে সম্প্রতি। আর একটি ধারাবাহিকও শুরু হবে খুব শীঘ্রই। কিছু মাস আগেই মুম্বই পৌঁছেছেন অদ্রিজা রায়। অথচ সাফল্য যেন তাঁকে ঘিরেই আছে। কীভাবে বলিউডে এত অল্প সময়ের মধ্যে রাজত্ব করছেন অবিনেত্রী?
বলিউডে নিজেকে টিকিয়ে রাখার জন্য কম পরিশ্রম করেন না অদৃজা। টোনড ফিগার মেইনটেন করছেন সবসময় হিন্দি বলা অভ্যাস করেছেন। অনেকেই অবশ্য বাংলা ছেড়ে তাঁর এই চলে যাওয়া মোটেই ভালো চোখে দেখেননি। চলেছে নানা কথাও। কীভাবে এত অল্প সময়ের মধ্যে এত নামডাক বাড়ছে অভিনেত্রীর? এই প্রশ্ন করছেন অনেকেই।
টেলিভিশন দুনিয়ায় যথেষ্ট পরিচিত মুখ। বেদেনি মলুয়ার কথা, সন্ন্যাসী রাজার মতো ধারাবাহিকে নজর কেড়েছেন তিনি। অদ্রিজার জনপ্রিয়তা রাতারাতি বেড়ে যায় মৌ এর বাড়ি সিরিয়ালের মাধ্যমে। যদিও মৌ এর বাড়ির শ্যুটিং শেষ হওয়ার পর কানাঘুষোয় শোনা গিয়েছিল সেই চ্যানেলেরই আরও একটি প্রজেক্টে দেখা যাবে তাঁকে। যদিও সেসব কিছুই হয়নি। উল্টে তিনি পাড়ি দেন সোজা আরব সাগরের পাড়ে। এরপর একের পর এক অফার আসতেই থাকছে অদ্রিজার কাছে। টলিউডের অভিনেত্রী হয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন অল্প সময়েই।
এবার সব কটাক্ষের জবাব নিজে দিলেন অভিনেত্রী। “হিংসে করে তো এগনো যাবে না অন্যের কথা না ভেবে, কীভাবে নিজে এগনো যায় সেটা নিয়েই ভাবতে হবে”। অদ্রিজার সাফ উত্তর। এগুলো নিয়ে ভাবতে চাই না। আমি জানি এই জায়গায় আসতে কত কষ্ট করতে হয়েছে। লোকে যখন কিছু বলছে, তাঁরা বাইরে থেকে দেখে শুধু বলছে। আমি জানি আমি এই জায়গায় আসতে কতটা পরিশ্রম করেছি। হিন্দি প্র্যাকটিস করতে হয়েছে। সমানে অডিশন দিতে হয়েছে। বম্বের সংসারটা পুরো একা হাতে সামলাচ্ছি। মা বাবা মাঝেমধ্যে এসে থাকছেন কিন্তু এখানে সবটাই তো শূন্য থেকেই শুরু করতে হয়েছে। হ্যাঁ, এখানে অপশন বেশি। এটা ঠিক। কিন্তু প্রতিযোগিতাও বেশি। বাংলায় আমায় মানুষ চেনেন, বহু বছর কাজ করেছি। কিন্তু এখানে নতুন করে পরিচিতি তৈরি করতে হচ্ছে সবসময়। এই সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেছেন অদ্রিজা।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের বলিউড-যোগ অনেক আগে থেকেই রয়েছে। পরমব্রত, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, যীশু সেনগুপ্ত। এখন সেই তালিকায় প্রসেনজিত চট্টোপাধ্যায়ও। কিন্তু অদ্রিজার সাফল্য সত্যিই নজর কাড়ছে নেটিজেনদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম