।। প্রথম কলকাতা ।।
International Women’s Day 2023: প্রত্যেক বছর ৮ই মার্চ গোটা বিশ্বের ইতিহাসে অন্যতম একটি দিন। এমনকি গুগলও এই দিন উপলক্ষে সমাজের সব স্তরে নারীদের অবদানের উদ্দেশ্যে সম্মান জানাল। বদলে গেল গুগল ডুডলের ছবি। এই দিনেই পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। বিশ্বব্যাপী আয়োজিত এই দিবসে প্রতিবছর নতুন নতুন থিম থাকে। ২০২৩ এর আন্তর্জাতিক নারী দিবসের থিমের নাম রাখা হয়েছে “DigitALL: Innovation and Technology for Gender Equality” । বর্তমান দিনে সামাজিক অবস্থার কথা ভাবলে বহু মহিলা শিউরে ওঠেন। আজও পর্যন্ত রাস্তায় একা হেঁটে যাওয়ার জন্য বহু স্থানে মহিলারা নিরাপদ নন। বাজার-ঘাট থেকে শুরু করে অফিসেও নানা অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে হয়। যদিও আগের থেকে অবস্থা অনেক উন্নত হয়েছে , তৈরি হয়েছে নানান আইন-কানুন। তবুও সতর্কতার ঘেরাটোপ এখনো পর্যন্ত সম্পূর্ণ ভাবে ভাঙা যায়নি। প্রতিবছর এই বিশেষ দিবসে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের সমর্থনে এবং প্রত্যেক নারীর অধিকারকে সম্মান জানিয়ে বিশ্বজুড়ে পালন করা হয় নারী দিবস।
আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস
সর্বপ্রথম ১৯৭৭ সালে এই দিবসের সূচনা হয়েছিল , সেখান থেকে আজও পর্যন্ত প্রতিবছর এই দিনটিতে নানানা আলোচনা সভা , পথনাটক, বিতর্ক সভা , নানান অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে বার্তা দেওয়া হয়, সমাজে নারীদের সমান অধিকার রয়েছে। ১৯৭৬ সালে জাতিসংঘ নারী দিবস উদযাপনের সূচনা করে। পরবর্তীকালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৭৭ সালে ৮ ই মার্চ দিনটিকে বিশ্বব্যাপী নারী দিবস হিসেবে ঘোষণা করে । তারপর থেকেই প্রতি বছর এই দিন পালিত হয়ে আসছে।
এই দিবসের পিছনে বিশেষ ভূমিকা রয়েছে আমেরিকার শ্রমকর্মী থেরেসা মালকিয়েলের। আমেরিকার নিউ ইয়র্কে গার্মেন্টস শ্রমিকদের একটি আন্দোলন চলছিল। যদিও ইতিমধ্যেই ১৯০৯ সালের ২৮ শে ফেব্রুয়ারি আমেরিকার সোস্যালিস্ট পার্টি নিউইয়র্ক শহরে জাতীয় নারী দিবসের আয়োজন করেছিল। পরবর্তীকালে ১৯১০ সালে সোস্যালিস্ট পার্টির ভাবধারায় অনুপ্রাণিত হয়ে জার্মানে পালন করা হয় নারী দিবস। ধীরে ধীরে এই ধারণা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
নিজের নিরাপত্তা থাকুক হাতের মুঠোয়
এই দিনটি মনে করিয়ে দেয় নারীদের সংগ্রামের কথা, নারীদের সমান অধিকারের কথা। তবুও বর্তমানে মাঝ রাতে মহিলারা একা বাড়ি ফিরতে পারেন না। বহু জায়গায় রয়ে গিয়েছে নানান লুকানো বিপদ। কিছু ক্ষেত্রে একটু বিশেষ সর্তকতা নিলে সহজেই সমস্যার সমাধান হয়।
- যদি বাড়ি ফিরতে কখনো অনেক রাত হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ফোনের লোকেশন ট্র্যাকার অন রাখুন।
- রাত্রে বাড়ি ফেরার ক্ষেত্রে যদি ক্যাব বা ট্যাক্সি নেন তাহলে সেই গাড়ির নম্বর পরিবারের সদস্য কিংবা পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলবেন না।
- হাতের কাছে সব সময় রাখবেন কিছু এমার্জেন্সি ফোন নাম্বার, যাতে যে কোন অসুবিধায় পড়লে আপনি দ্রুত প্রশাসনের সাহায্য নিতে পারেন।
- বর্তমানে প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে স্মার্ট ফোন। কোথাও গেলে অবশ্যই ফোনে ফুল চার্জ দিয়ে রাখবেন। কোথায় যাচ্ছেন কিংবা ফিরতে ঠিক কতটা দেরি হবে, পরিবারের সদস্যদের জানিয়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে আপনজনদের চিন্তা একটু কমবে উপরন্তু দেরি হলে তারা বুঝতে পারবেন আপনার কোন সমস্যা হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম