।। প্রথম কলকাতা ।।
Taiwan Government Tour Package: নিজের দেশ ছেড়ে বিদেশে ঘুরতে যাওয়া মানেই একদিকে যেমন আনন্দ ঠিক তেমনি অন্যদিকে পকেটের ভার হালকা হওয়া। বিদেশে ঘুরতে যাওয়ার মজা যতটা খরচও ঠিক ততটাই। একথা অস্বীকার করার জায়গা নেই । কিন্তু এমন যদি কোন দেশ থাকে যেখানে ঘুরতে গেলে খরচের বদলে সেখানকার সরকারই আপনার হাতে তুলে দেবে আর্থিক পুরস্কার অথবা পাওয়া যাবে বিভিন্ন ক্ষেত্রে ছাড়, তাহলে ব্যাপারটা ঠিক কেমন হবে? শুনে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এমন সুযোগ রয়েছে কোন দেশে ?
শুধু যে আর্থিক পুরস্কার (Cash Price) তেমন নয়, শপিংয়ের ক্ষেত্রেও মিলতে পারে আকর্ষণীয় ছাড়। হয়তো আপনার বিমান টিকিট পেয়ে যেতে পারেন বিনামূল্যে অথবা যে কোন কেনাকাটায় পেতে পারেন ক্যাশব্যাক। তবে আপনাকে সেই দেশের নাগরিক হলে চলবে না। ঘুরতে যেতে হবে অন্য কোন দেশ থেকে সেই দেশে। পর্যটকদের জন্য এমনই এক আকর্ষণীয় ট্যুর প্যাকেজ (Tour Package) ঘোষণা করেছে তাইওয়ান সরকার। সে দেশের সরকার পর্যটনকে সামনে রেখে এক বিরাট ঘোষণা করেছে। যেখানে ৫ লক্ষ স্বতন্ত্র পর্যটককে ১৩ হাজার ৬০০ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে।
CNN- এর একটি রিপোর্ট অনুযায়ী, তাইওয়ান সরকারের (Taiwan Government) পর্যটকদের দেওয়া এই টাকা তাঁরা খরচ করতে পারবেন সেখানে থাকার জন্য , পরিবহনের জন্য এবং ভ্রমণের অন্যান্য খরচখাতে। এছাড়াও তাইওয়ান সরকার প্রায় ৯০ হাজার ট্যুর গ্রুপকে (Tour Group) ৫৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভাতা দেবে ভ্রমণের জন্য। যেগুলি তাঁরা তাইওয়ানে ঘোরার ক্ষেত্রে খরচ করতে পারবেন।
কেন এমন প্যাকেজ পরিকল্পনা ?
তাইওয়ান সরকারের এই পর্যটন প্যাকেজ (Tour Package) শুনে স্বাভাবিকভাবেই ভ্রমনপ্রিয় মানুষদের চক্ষু চড়কগাছ হওয়া স্বাভাবিক। কিন্তু এই ট্যুর প্যাকেজের সঙ্গে তাইওয়ানের অর্থনীতির একটা যোগসূত্র রয়েছে। সেদেশের অর্থনীতিতে বড় অবদান রাখে তাদের পর্যটন শিল্প । এমনকি ওই দেশের জিডিপির চার শতাংশ আসে পর্যটন থেকেই । কিন্তু করোনা মহামারীর কারণে মানুষ বাড়ি থেকেই বেরোতে পারেনি । তাই স্বাভাবিকভাবে তাইওয়ানে পর্যটক আসা একেবারে বন্ধ হয়ে যায় সেদিক থেকে দেশটি আয়ও অনেকাংশে কমে আসে। তাই এবার পর্যটনদেরকে (Tourists) আবারও তাইওয়ানের (Taiwan) প্রতি আকৃষ্ট করার জন্য পর্যটন খাতে ৮২ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে সেই দেশের সরকার । ভারতীয় টাকায় যার মূল্য দাঁড়াবে ৬৪০ কোটি। এই টাকা গুলি পর্যটকদের কাছে পৌঁছে যাবে বিভিন্ন ক্ষেত্রে ছাড়, লাকি ড্র এবং পুরস্কারের মাধ্যমে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম