।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: পাহাড়ে বনধের ডাক নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Examinee) মধ্যে। বৃহস্পতিবার অর্থাৎ আজ গোর্খা জনমুক্তি মোর্চা ও হামরো পার্টির তরফ থেকে বনধের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু অবশেষে সেই বনধ স্থগিত রাখে জিটিএর নয়জন বিরোধী সদস্য। নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee) মঙ্গলবার শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি সাফ হুঁশিয়ারি দিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষার সময় যদি বনধ পালনের চেষ্টা করে কেউ, তাহলে প্রশাসন একেবারেই চুপ করে বসে থাকবে না।
এর পরেই পাহাড়ে বনধ স্থগিত রাখার সিদ্ধান্ত জিটিএ বিরোধী সদস্যদের। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শিলিগুড়ি বন্দরে (Siliguri Airport) মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে বলেন, “বনধের রাজনীতি থেকে আমরা বাংলাকে মুক্ত করেছি ১১ বছর আগে। আমরা কোন বনধকেই সমর্থন করি না। রাস্তায় যদি মানুষের গতি থেমে যায় তাহলে কখনও তাদের উন্নয়ন হয় না। রাস্তা চলুক , কাজ চলুক, আমিও চলব, সবাই চলবে। আমি একা চলব আর কেউ চলবে না এটা হতে পারে না”।
একই সঙ্গে তিনি জানান, “বাংলা যেভাবে এগিয়ে চলেছে, মানুষের জন্যই এই উন্নয়ন, মানুষের কল্যাণে। দশটা লোক মিলে রাস্তা বন্ধ করে দেব এবং হাজারটা লোক রাস্তায় দাঁড়িয়ে থাকবে, রোগী দাঁড়িয়ে থাকবে, পরীক্ষার্থীরা দাঁড়িয়ে থাকবে এটা হয় না”। যদিও এদিন তিনি গোর্খা জনমুক্তি মোর্চা এবং হামরো পার্টির বনধের ডাক অথবা তা স্থগিত রাখার সিদ্ধান্ত সম্পর্কে কোন কথাই বলেননি। অন্যদিকে, রাজ্যে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই চরম দুর্ঘটনা ঘটে মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তায় হাতির হামলায় প্রাণ হারায় অর্জুন দাস নামে এক পরীক্ষার্থী। এই পরীক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম