।। প্রথম কলকাতা ।।
Sunscreen in winter: গ্রীষ্মকালে চড়া রোদে বাইরে বেরোনোর আগেই সবার প্রথম যার কথা আমাদের মনে পড়ে তা হল সানস্ক্রিন। সেই সময় বিশেষ করে মহিলাদের জন্য সবথেকে ভালো বন্ধু হয়ে ওঠে এই সানস্ক্রিন। যদিও মানুষের ত্বকের আলাদা কোন লিঙ্গ থাকে না। মহিলা পুরুষ উভয়েরই সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে নিজেদের ত্বককে রক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে এক্ষেত্রে মূলত সচেতনতা দেখা যায় মহিলাদেরই।
শীতকাল এসেছে মানেই হালকা রোদে ঠান্ডা কাটিয়ে নেওয়ার পালা। কিন্তু তাই বলে সানস্ক্রিন ব্যবহার ভুলে গেলে কিন্তু চলবে না। শীতকালেও সমান ভাবে ত্বককে সুরক্ষিত রাখতে প্রয়োজন রয়েছে সানস্ক্রিনের। কী ভাবে? আসুন জেনে নেওয়া যাক।
* সূর্যের ক্ষতিকারক রশ্মি আপনার ত্বককে গ্রীষ্মকাল হোক কিংবা শীতকাল সবসময়ই ক্ষতি করতে পারে।
* সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের মসৃণতা বৃদ্ধি পায়। একই সঙ্গে ত্বকের বিবর্ণতা এবং কালো দাগ প্রতিরোধ করতে এর জুড়ি মেলা ভার। স্কিনটোন সমান রাখতেও সাহায্য করে সানস্ক্রিন।
* দীর্ঘ সময় বাড়ির বাইরে ধুলোবালি রোদের মধ্যে থাকার পরেও যাতে আমাদের ত্বকের ক্ষতি না হয়, সেই প্রটেকশনটি দিয়ে থাকে সানস্ক্রিন।
* জানেন কি? সূর্যের রশ্মি থেকে তিন ধরনের ত্বকের ক্যান্সার হতে পারে। তাই বাইরে থাকুন কিংবা, বাড়িতে থাকুন সবসময় সানস্ক্রিন ব্যবহার করা কিন্তু ত্বকের জন্য অত্যন্ত ভালো।
* সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মি কিন্তু আপনার ত্বকে বার্ধক্যের চিহ্ন ছেড়ে যেতে পারে। তাই রোদে পোড়া, ত্বকের কালো দাগ, বলিরেখা এমন কি স্কিন ক্যান্সার প্রতিরোধ করতে সানস্ক্রিন ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। শীত- গ্রীষ্ম -বর্ষা এক কথায় এসপিএফই ভরসা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম