।। প্রথম কলকাতা ।।
Nail Polish and Diabetes: ডায়াবেটিসের সঙ্গে নেইলপলিশের সম্পর্ক! ভাবতে গেলে একটু অবাক হতে হয়। সম্প্রতি প্রকাশ্যে এমন একটি গবেষণার রিপোর্ট, যা জানলে চমকে যাবেন। নেলপলিশ আর শ্যাম্পুর আড়ালে রয়েছে ভয়ঙ্কর বিপদ। যদি প্রতিদিন এই ধরনের পণ্য ব্যবহার করে থাকেন তাহলে একটু সাবধান হন। শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস। নতুন গবেষণায় দেখা গিয়েছে, এই ধরনের পণ্যে থাকে এমন বিষাক্ত রাসায়নিক পদার্থ যা টাইপ টু ডায়াবেটিসের (Type 2 diabetes) ঝুঁকি বাড়ায়। পাশাপাশি ক্ষতি হয় লিভার, কিডনি, ফুসফুসসহ অন্যান্য অঙ্গের।
ইউনিভার্সিটি অফ মিশিগানের (University of Michigan) একদল গবেষক এই নিয়ে গবেষণা করেন। যেটি প্রকাশিত হয়েছে এন্ডোক্রাইন সোসাইটির জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি এন্ড মেটাবলিজমে (Journal of Clinical Endocrinology & Metabolism)। শিশুদের খেলনা, খাদ্য এবং পানীয় প্যাকেজিংয়ের ক্ষেত্রে যে প্লাস্টিক ব্যবহার করা হয় সেখানে থাকে থ্যালেট এস্টার নামক একটি অ্যাসিড। এই উপাদান পাওয়া যায় নেলপলিশ কিংবা শ্যাম্পুতেও। যদিও সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্টের ক্ষেত্রে নয়। এই ক্ষতিকারক অ্যাসিড ডায়াবেটিস এবং অন্তঃস্রাব রোগের কারণ। এটি বিশেষ করে শ্বেতাঙ্গ মহিলাদের শরীরে ব্যাপক প্রভাব ফেলে। এমনকি বিপাকীয় ক্রিয়ায় গোলমাল তৈরি করতে পারে। বিজ্ঞানীরা এই রাসায়নিকের সাথে গর্ভের টিউমার, ক্যানসার এবং নবজাতকের বৃদ্ধি স্থবির হওয়ার ঝুঁকির মধ্যে কোন যোগসূত্র রয়েছে কিনা সেই বিষয়েও পরীক্ষা করছেন।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দল ৬ বছরের বেশি সময় ধরে ১৩০০ জন মধ্যবয়সী নারীকে পরীক্ষা করে দেখেছেন, যারা রাসায়নিকের উচ্চ সংস্পর্শে প্রবণ তাদের টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ৬৩ শতাংশ বেশি। বিজ্ঞানীদের মতে, এই রাসায়নিকগুলি ত্বকের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে এবং লিভার, কিডনি, ফুসফুসসহ অন্যান্য অঙ্গগুলির ক্ষতি করতে পারে৷ রিপোর্ট অনুযায়ী, এই রাসায়নিকগুলি হেয়ার স্প্রে, আফটার শেভ এবং অন্যান্য ক্ষেত্রেও পাওয়া যায়।
গবেষকরা ১১ ধরনের Phthalates এর উপস্থিতি পরীক্ষা করেছেন, যার মধ্যে কিছু উপাদান ব্যক্তিগত যত্নের পণ্য যেমন সুগন্ধি, নেইল পলিশ এবং মেয়েলি স্বাস্থ্যবিধি পণ্যগুলিতে ব্যবহৃত হয়। বিজ্ঞানীদের মতে, এই বিষাক্ত রাসায়নিক হরমোন ইনসুলিন এবং গ্লুকাগনকে ব্যাহত করতে পারে বলে ডায়াবেটিস হওয়ার সম্ভবনা রয়েছে। এই হরমোনগুলি রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে এবং কোষগুলিতে ইনসুলিন প্রতিরোধের ট্রিগার করে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম