।। প্রথম কলকাতা ।।
Madhyamik Exam Candidates: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা হাতেগোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। ২৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে। তার জন্য সবরকম প্রস্তুতি সেরে ফেলছে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষার্থীদের কাছে এটাই তাদের শিক্ষাজীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা। কাজেই সেই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর মধ্যশিক্ষা পর্ষদ। কোনরকম খামতি যাতে না থেকে যায় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পর্ষদ। কিন্তু এই রকম আবহে সম্ভাব্য মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রকাশ্যে এল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিগত বছরের তুলনায় এই বছরে পরীক্ষার্থীর (Candidates) সংখ্যা এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে (Dropped)। গত বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। কিন্তু এই বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন। অর্থাৎ আগের বছরের তুলনায় প্রায় ৪ লক্ষ কম পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন। তাদের মধ্যে অবশ্য ছাত্রীর সংখ্যা বেশি। ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন ছাত্রী এবারের মাধ্যমিক পরীক্ষায় বসবেন। আর ছাত্রের সংখ্যা হল ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন। যদিও জানা গিয়েছে, মাধ্যমিকের রেজিস্ট্রেশন করেছিলেন প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী। আর পরীক্ষা দিচ্ছেন কমবেশি সাত লক্ষ পড়ুয়া।
এদিকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষাকে ঝঞ্ঝাট মুক্ত ভাবে পরিচালনা করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্যে মোট ২,৮৬৭ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। আর সেই পরীক্ষা কেন্দ্র গুলিতে নজরদারির দায়িত্বে থাকবেন ৪০ হাজার পরীক্ষক। রিয়েল টাইম অ্যাপের মাধ্যমে নজরদারি চলবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে। এছাড়াও নিরাপত্তার জন্য পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হবে। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তার জন্য একাধিক পন্থা অবলম্বন করেছে পর্ষদ। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন নিজেদের স্কুলে গিয়ে।
অ্যাডমিট কার্ডগুলি পর্ষদের তরফ থেকে বন্টন করার জন্য একটি শিবিরের আয়োজন করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি সেই শিবির থেকে নিজেদের স্কুলের পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। আর তারপর ১৫ তারিখ সেগুলি পরীক্ষার্থীরা সংগ্রহ করবেন। যদি কোন অ্যাডমিট কার্ডে তথ্যের ভুল অথবা প্রিন্টিং মিসটেক থাকে তাহলে ২০ তারিখের মধ্যে সংশোধনীর আবেদন করতে হবে। তারপরে আর কোনরকম আবেদন করা যাবে না বলেই জানানো হয়েছে। ফেব্রুয়ারি ২৩ তারিখ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা এবং তা শেষ হবে মার্চের ৪ তারিখে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম