।। প্রথম কলকাতা ।।
Shiva Puja: সনাতন ধর্মে বছরের প্রত্যেক সোমবার (Monday) অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শ্রাবণ মাসে দেবাদিদেবের মাথায় জল ঢালতে বহু মানুষ হরিদ্বার, ঋষিকেশ, কৈলাসের দিকে যাত্রা করেন। কানওয়ার যাত্রীরা পায়ে হেঁটে দিন রাত জেগে তাদের গন্তব্য স্থলের দিকে এগিয়ে চলেন। এছাড়াও বছরের প্রতিটি সোমবারের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু বিশ্বাস এবং ধ্যান ধারণা। যা বহু মানুষ মনে-প্রাণে মেনে চলেন। শিব পুরাণ, লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে দেবাদিদেরকে ঈশ্বর মনে করা হয়েছে। সারা বছর ধরে শিবের আরাধনা হলেও সোমবার শিবের আরাধনার (Shiva Puja) বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয়, সোমবার নিয়ম মেনে ভক্তি ভরে দেবাদিদেবের আরাধনা করলে ভক্তদের মনের ইচ্ছা পূরণ হয়, কেটে যায় জীবনে থাকা সমস্ত বাধা। সংসার ভরে ওঠে সুখ আর সমৃদ্ধিতে। আবার বহু মানুষ সোমবার সন্তানের মঙ্গল কামনায় উপবাস রাখেন। সোমবার দেবাদিদেবের আরাধনার মাধ্যমে সুফল পেতে এবং আর্থিক কষ্ট দূর করতে এই নিয়ম গুলি পালন করতে পারেন।
- সোমবার যদি উপবাস রাখেন তাহলে অবশ্যই ব্রহ্মচর্য মেনে চলবেন। উপবাস ভঙ্গ করবেন একটি বেলপাতা দিয়ে।
- দেবাদিদেবের অভিষেকের সময় চন্দন ব্যবহার করবেন, এড়িয়ে যাবেন হলুদ এবং সিঁদুর।
- দেবাদিদেবের পাশাপাশি অবশ্যই মাতা পার্বতীর আরাধনা করতে ভুলবেন না।
- এই সময় অ্যালকোহল এবং তামাক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন। যদি উপবাস রাখেন তাহলে চাল, ডাল, গম জাতীয় খাবার খাবেন না। চেষ্টা করবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখার। যদি উপবাস করতে কষ্ট হয় তাহলে আপনি অবশ্যই জল, শরবত কিংবা ফল খেতে পারেন।
- এই দিন ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের ঠিক দুই ঘন্টা আগেই ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বসনে দেবাদিদেবের আরাধনার বন্দোবস্ত করুন।
- দেবাদিদেবকে স্নান করানোর সময় ঘি, মধু, চন্দন, দুধ, ডাবের জল এবং গঙ্গাজল দিতে পারেন।
- সোমবার মানসিক শান্তি পেতে অবশ্যই ১০৮ বার মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার চেষ্টা করুন।
- এইদিন আপনার বাড়ির দরজা থেকে কোন অসহায় ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে।
- শুদ্ধ মনে ভগবান শিবের আরাধনা করুন। কটু কথা কিংবা অন্যকে কষ্ট দেবে এমন ধরনের বাক্য এড়িয়ে চলবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম