।। প্রথম কলকাতা ।।
দিন কয়েক পরেই শুরু হয়ে যাবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। প্রিয় তারকাদের সমর্থনে এখন থেকেই সুর চড়াচ্ছেন সমর্থকরা। প্রিয় তারকাদের পায়ের জাদু দেখতে লেপ-মুড়ি জড়িয়ে টিভির সামনে বসবে আট থেকে আশি সকলেই। কাতার বিশ্বকাপে মেসির পাশাপাশি বিশ্বফুটবলের নজর যার দিকে থাকবে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসির মতোই এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তিনি নিজে না বললেও, ফুটবল মহল এমনটাই মনে করছে। রোনাল্ডোর বর্তমান বয়স ৩৭। পরবর্তী বিশ্বকাপে পর্তুগিজ সুপারস্টারের বয়স হবে ৪১। এই বয়সে এসে একজন ফুটবলারের পক্ষে ফিটনেস ধরে রাখা যথেষ্টই কঠিন।
তবে নামটা যে রোনাল্ডো। তাঁর কাছে যেন কোন কিছুই অসম্ভব নয়। বয়স যে তাঁর কাছে একটি সংখ্যা মাত্র। ৩৭ বছরে বয়সে বেশিরভাগ ফুটবলার অবসরের কথা ভাবেন। বা কেউ কেউ নিয়েও নেন। সেখানে রোনাল্ডো ছুটে বেড়াচ্ছেন মাঠ জুড়ে। পায়ের জাদুতে রাঙিয়ে দিচ্ছেন বিশ্ব ফুটবলের আঙিনা। মেতেছেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। যা সত্যিই অকল্পনীয়। রোনাল্ডো একটা নাম নয়। যেন একটা মন্ত্র। বর্তমান সময়ের তরুণ তারকারাদের আইকন তিনি। যার খেলা দেখার জন্য উদগ্রীব হয়ে বসে থাকেন ফুটবলপ্রেমীরা। কাতার বিশ্বকাপেও তাঁর পায়ের জাদু দেখতে অপেক্ষায় ফুটবলবিশ্ব। হয়তো সমর্থকরা বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো দেখতে পাবেন সেই চেনা সেলিব্রেশন।
ক্লাব ফুটবলে পেয়েছেন প্রচুর সাফল্য। ব্যক্তিগত সাফল্যের ঝুলিতে ভরেছেন অগণিত পুরস্কার। পাঁচ-পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার। ২০১৬ সালে দেশকে এনে দিয়েছেন ইউরোপ সেরার খেতাব। এনে দিয়েছেন উয়েফা নেশন্স লিগের খেতাব। বহু খেতাব জিতলেও রোনাল্ডোর এখনও অধরা বিশ্বকাপ। তাই তিনি চাইবেন শেষ বিশ্বকাপে পায়ের জাদুতে রাঙিয়ে দিয়ে যেতে। অধরা স্বপ্নপূরণ করতে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে বিশ্বকাপ ২০২২-এ নামবে পর্তুগাল। পাঁচটা বিশ্বকাপের মূলপর্বে খেলার নজির গড়তে চলেছেন পর্তুগিজ মহাতারকা। ২০০৬ জার্মানি, ২০১০ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে দেখা যাবে রোনাল্ডোকে।
কাতার বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনাল্ডোর ঝুলিতে রয়েছে ১১৫ গোল। সুযোগ থাকছে সেই সংখ্যাটাকে আরও বাড়িয়ে নেওয়ার। পাশাপাশি দুটি গোল করলেই পর্তুগিজদের মধ্যে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের দখলে করে নেবেন রোনাল্ডো। ৯টি গোল করে শীর্ষে রয়েছেন ইউসেবিও। চারটি বিশ্বকাপ খেলে রোনাল্ডোর গোল সংখ্যা ৭। এখনই পর্যন্ত রোনাল্ডোই একমাত্র ফুটবলার যিনি নয়টি মেজর টুর্নামেন্টে গোল করেছেন। যার মধ্যে রয়েছে পাঁচটি ইউরো কাপ ও চারটি বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপে একটি গোল করলেই দশটি মেজর টুর্নামেন্টে গোল করার নজির গড়বেন রোনাল্ডো।
বর্তমানে চেনা ছন্দে নেই রোনাল্ডো। যেখানে তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ক্লাবের জার্সিতে মাঠ জুড়ে আলো ছড়াচ্ছেন সেখানে রোনাল্ডোকে বসে থাকতে হয়েছে ডাগ আউটে। কোচের সঙ্গে জড়িয়ে পড়েছেন ঝামেলায়। উগড়ে দিয়েছেন ক্ষোভ। তবে রোনাল্ডোর মতো তারকাদের ফর্মে ফিরতে লাগে শুধু একটা বড় মঞ্চ। তারপর বাকিটা ইতিহাস। আরও একবার রোনাল্ডোর দিকে তাকিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করে দিয়েছেন পর্তুগিজ সমর্থকরা। শুধুমাত্র পর্তুগিজ সমর্থকদের ভরসা নয়, দলের কোচ ফার্নান্ডো স্যান্টোসের অন্যতম প্রধান ভরসা যে রোনাল্ডো সেটা বলাই বাহুল্য। কাতার বিশ্বকাপে সকলের যেমন চোখ থাকবে রোনাল্ডোর দিকে, ঠিক তেমনই রোনল্ডো চাইবেন তাঁর পায়ের জাদুতে শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে।