।। প্রথম কলকাতা ।।
Narendra Modi: ১০ লাখ মানুষকে চাকরি দেবে মোদী সরকার। সামনে ভোট তাই কি এই তোফা? এই মর্মে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ৭১ হাজার জনকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে যোগ দেওয়ার জন্য নিয়োগপত্র দেওয়া হবে। ভার্চুয়ালি কয়েকজনের হাতে প্রতীকী নিয়োগপত্র তুলে দেবেন তিনি, আর বাকিদের কাছে আগামীকালই পৌঁছে যাবে চিঠির সফট কপি।
ধনতেরাস উপলক্ষে ‘রোজগার মেলা’র উদ্বোধন করেছেন নমো। যার প্রধান উদ্দেশ্য হল আগামী এক-দেড় বছরে সারাদেশে দশ লাখ সরকারি পদে নিয়োগ দেওয়া। ধনতেরাসের দিন ৭৫ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আগামীকাল যাঁরা নিয়োগপত্র পেতে চলেছেন, তাঁদের মধ্যে ইঞ্জিনিয়ার, নার্স, ডাক্তার, আধা সেনায় নিয়োগপ্রাপ্তরা সহ সকলেই রয়েছেন। এদিকে ১ ও ৫ ডিসেম্বর ভোট রয়েছে গুজরাটে। হিমাচল প্রদেশে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। কিন্তু ফল এখনও প্রকাশিত হয়নি।
ওই দুই রাজ্যের প্রার্থীদের হাতে কাল নিয়োগপত্র তুলে দেওয়া হবে না। কিন্তু ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ধরনের কাজ চোখে লাগছে ওয়াকিবহাল মহলের। বিশ্লেষক মহলের কথায়, রাজনৈতিক লাভ যা পাওয়ার এর থেকে প্রধানমন্ত্রীর দলই পাবে। তাই বিরোধীদের কেউ কেউ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে। বর্তমানে দেশে বেকারত্ব সবথেকে বড় ইস্যু। আর তার মাঝে ১০ লক্ষ বেকারকে কেন্দ্রীয় সরকারি চাকরি দিতে অনড় মোদী নেতৃত্বাধীন সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রককে ‘জব অ্যালটমেন্ট ক্যালেন্ডার’ তৈরি করে দিয়েছেন নমো। কোন মন্ত্রক কীভাবে চাকরি দিচ্ছে, লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে কিনা, এই সমস্ত দিকে নজর রাখবেন ক্যাবিনেট সচিব। এবার মঙ্গলবার ৭১ হাজার জনকে নিয়োগপত্র দেবেন নরেন্দ্র মোদী। অনেকের ধার,ণা গুজরাট ভোটের আগে এটি সেখানকার মানুষদের জন্য মোদীর পুরস্কার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম