।। প্রথম কলকাতা ।।
Weather Update: বাংলা থেকে ৬ হাজার কিলোমিটার দূরে তেজ বাড়াচ্ছে কোন অদৃশ্য শক্তি? সপ্তাহের প্রথম দিনই ধেয়ে আসছে কালবৈশাখী। মাঝ বৈশাখে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার তাণ্ডব কেন? ভোল বদলাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। শিলাবৃষ্টির পাশাপাশি ধুলোর ঝড় কোথায় ? এই জেলাগুলিতে বাড়বে দুর্যোগ, জারি হলুদ সতর্কতা আপনার জেলার পরিস্থিতি আজ কেমন? বিস্তারিত জানুন প্রতিবেদনে।
চোখের নিমেষে পাল্টে যাচ্ছে আবহাওয়া! ভরা বৈশাখে ঠিক কোন কারণে অকাল বর্ষা? সাগরে এই অচেনা শক্তিই কি হতে পারে বড়সড় চিন্তার কারণ? আবহাওয়া দফতর কী বলছে জানুন। বাংলা থেকে অন্তত ৬ হাজার কিলোমিটার দূরে। ইরান, আফগানিস্তান, পাকিস্তান তারপর জম্মু-কাশ্মীর হয়ে ভারতে ঢুকছে সে যে কারণেই বৈশাখে বাংলার জেলায় জেলায় ঝড়-বৃষ্টির কমলা-হলুদ সতর্কতা!
কোন কোন জেলাকে অ্যালার্ট থাকতে হবে জানুন
কলকাতায় কালবৈশাখী হতে পারে আজও। আগামী ২৪ ঘন্টায় রয়েছে শিলা বৃষ্টির সতর্কতাও। রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে কমলা সতর্কতা জারি। বাদ নেই পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াও। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত। এই জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা।
৬ হাজার কিলোমিটার দূরে ফুঁসতে থাকা অচেনা শক্তি আর্শিবাদ না অভিশাপ? আলিপুর আবহাওয়া দফতর বলছে বাংলায় পশ্চিমী ঝঞ্ঝাই গ্রীষ্মে ত্রাতার ভূমিকায় ঝঞ্ঝার জন্ম হয় ভূমধ্যসাগরে। ঝঞ্ঝা শক্তিশালী হলে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তও সৃষ্টি হয়। এখন যেমন উত্তর প্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, এদের প্রভাবে, বঙ্গোপসাগর থেকে হু হু করে দখিনা ও দখিনা-পুবালি বাতাস ঢুকছে। সাগরের বাতাস মানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্প নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে।
বৈশাখের গরম থেকে বাঁচতে যারা পাহাড়ে যাওয়ার প্ল্যানিং করেছিলেন, তাদের এবার ভাবতে হবে বইকি। উত্তরবঙ্গে হাওয়ার মতিগতি ভালো নয়। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে।
৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে।
পশ্চিমী ঝঞ্জার জেরে দেশজুড়েই দুর্যোগ চলবে। সোম এবং মঙ্গলবার শিলাবৃষ্টি চলতে পারে পঞ্জাব হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে। বুধবার শিলাবৃষ্টির সম্ভাবনা আছে মরুরাজ্য রাজস্থানেও। পাশাপাশি পশ্চিম রাজস্থানের জন্য রয়েছে ধূলিঝড়ের পূর্বাভাসও। বৈশাখেও রাতে গায়ে চাদর চাপিয়ে ঘুমোতে হচ্ছে। ২৭ এপ্রিল বৃষ্টির হাত ধরে মাত্র আড়াই ঘণ্টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস পারদ পতনের সাক্ষী হয়েছিল কলকাতা। দুপুর তিনটে নাগাদ ৩৭ ডিগ্রির ঘরে ছিল পারদ, বিকাল সাড়ে ৫টায় তা নেমে আসে ২৩ ডিগ্রিতে। তবে তাপমাত্রা কম থাকায় স্বস্তিতে অনেকেই। এরকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সপ্তাহ ভর। ফলে মে মাসের শুরুটা এবার জ্বালাপোড়া গরমে হাসফাঁস করতে হল না রাজ্যবাসীকে, এমনটাই পূর্বাভাস।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম