।। প্রথম কলকাতা ।।
MPs Suspended: চলছে শীতকালীন অধিবেশন। আর এইবারের অধিবেশনে লোকসভা থেকে সাসপেন্ড হলেন আরও ২ জন বিরোধী সাংসদ। এই নিয়ে গত এক সপ্তাহে লোকসভা এবং রাজ্যসভা থেকে মোট ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হল। এর মধ্যে লোকসভার সাংসদ ৯৭ জন। আজ যে দুজন সংসদ সাসপেন্ড হয়েছেন তারা হলেন, লাপুঝার সিপিএম সাংসদ এএম আরিফ। অপরজন আঞ্চলিক দল কেরল কংগ্রেস (মণি)-র নেতা তথা কোট্টয়মের সাংসদ টমাস চাজিকাদন।
উল্লেখ্য, সংসদে নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে উত্তাল সংসদ। সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় প্ৰথম থেকেই ঝড় তুলতে শুরু করেছিলেন বিরোধী সাংসদরা। গত সপ্তাহে ১৩ ডিসেম্বর বুধবার সংসদে দুই যুবক ঢুকে পড়েছিল। হাতে ছিল ক্যানিস্টার। তারা হলুদ ধোঁয়ায় চারিদিক ছেয়ে ফেলে সংসদের কক্ষে। সংসদের ভিতর বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ে নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগে বিরোধীরা। বিরোধীদের সেই ক্ষোভ চলতে থাকে ক্রমাগত। সেই কারণে সংসদে হট্টগোলের জেরে গত মঙ্গলবারও লোকসভায় ৪৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। ফলে মোট সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা বেড়ে হয় ১৪১। যা একপ্রকার নজিরবিহীন ঘটনা। আর এইবারের অধিবেশনে লোকসভা থেকে সাসপেন্ড হলেন আরও ২ জন বিরোধী সাংসদ। এই নিয়ে গত এক সপ্তাহে লোকসভা এবং রাজ্যসভা থেকে মোট ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হল।
পরপর তিনদিন। সংসদে অব্যাহত সাসপেনশনের ধারা। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করার কারণে লোকসভা (Loksabha) থেকে বহিষ্কৃত হলেন আরও ২ জন। ওয়েলে নেমে প্রতিবাদ ও প্ল্যাকার্ড দেখানোর ‘অপরাধে’ গোটা অধিবেশনের জন্যই লোকসভা থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে। কার্যত এখন বিরোধীশূন্য লোকসভা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম