।। প্রথম কলকাতা ।।
Zelensky Planning to Meet Xi Jinping: জাতিসংঘে ইউক্রেনে(Ukraine) রাশিয়ার(Russia) আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রস্তাবে ইতিমধ্যেই গণ ভোটাভুটি হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন প্রায় ১৪১ টি দেশ। অপরদিকে ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়ার মধ্যে এই চলমান যুদ্ধ যাতে বন্ধ হয় তাই চীন প্রায় ১২ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব প্রকাশ্যে আসতেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি(Zelensky) যুদ্ধ বন্ধে দেখা করতে চান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের(Xi Jinping) সঙ্গে। ২৪শে ফেব্রুয়ারি শুক্রবার কিয়েভের একটি সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানিয়েছেন, চীনের এই প্রস্তাব ইঙ্গিত করছে যে তারা শান্তির পথ খোঁজার কাজ করছে। কিন্তু সমালোচকরা বলছেন অন্য কথা, আসলে চীন রয়েছে রাশিয়ার দিকে।
২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়ার সংঘাত শুরু হয়। তখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাবেন। পরবর্তীকালে এই অভিযান মারাত্মক যুদ্ধে পরিণতি দেয়। এখনো পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত। এক বছরের যুদ্ধের না রাশিয়া জিতেছে, না ইউক্রেন হেরেছে। ইউক্রেনকে পরোক্ষভাবে পশ্চিমা দেশগুলি সাহায্য করেছে। অপরদিকে একের পর এক বয়কট পেয়েছে রাশিয়া। যদিও দমানো যায়নি রাশিয়াকে। উল্টে তাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে ভরসা বাড়িয়েছে এশিয়ান দেশগুলির প্রতি।
দু’মুখো চীন
সম্প্রতি চীনের কাজ অনেকটা দু’মুখো। বহু বিশেষজ্ঞ এটাই মনে করছেন। চীন একদিকে শান্তির প্রস্তাবের কথা বলছে অপরদিকে পশ্চিমা দেশগুলোর লাগাতার দাবি অনুযায়ী, চীন নাকি রাশিয়াকে অস্ত্র দেওয়ার কথা চিন্তা করছে। সেই বিষয়েও কথা বলবেন জেলেনস্কি। চীন ১২ দফার শান্তি প্রস্তাব দিয়েছে ঠিকই কিন্তু সেখানে স্পষ্ট ভাবে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের কথা বলা হয়নি। উপরন্তু মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের নামে সমালোচনা করা হয়েছে। কোথাও গিয়ে এক্ষেত্রে চীন পশ্চিমা দেশগুলোকে টার্গেট করতে চায়। জেলেনস্কি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা বললেও, এখনো পর্যন্ত চীনের তরফ থেকে সেভাবে কোন বার্তা পাওয়া যায়নি। চীনে শান্তি প্রস্তাব প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন রাশিয়া প্রেসিডেন্ট পুতিন। অপরদিকে এই প্রস্তাবকে পরোক্ষভাবে প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্বাভাবিক ভাবেই এখন প্রশ্ন উঠছে তাহলে এই শান্তি প্রস্তাব আদৌ কি কোন কাজে আসবে? কারণ সাম্প্রতিক সময় দেখা গিয়েছে, চীন কিছু কিছু সময় রাশিয়ার পক্ষ নিচ্ছে। চীনের শান্তি প্রস্তাব নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ১২ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেছে সেখানে মূলত যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে দুই দেশকে শান্তির পথ খুঁজতে আহবান করা হয়। পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপদে সরানোর জন্য মানবিক প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যুদ্ধ সহিংসতায় কেউ লাভবান হয় না, তাই এক্ষেত্রে উভয় পক্ষের সংযত থেকে হানাহানি, হামলা এসব পরিহার করা উচিত। এই নিয়ে এই সমস্যার সমাধানে আলোচনা টেবিলে বসা দরকার। এমনটাই মনে করছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম