।। প্রথম কলকাতা।।
PAN Card : সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত । এই সময়ের মধ্যে নিজের প্যানকার্ড ( PAN Card) গুলি অবশ্যই আধার কার্ডের ( Adhaar Card) সঙ্গে লিংক ( Link) করিয়ে ফেলতে হবে । না হলে সমস্যা সৃষ্টি হতে পারে। কারণ নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেই অকেজ হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড । তা কাজে লাগবে না আর কোন কিছুতেই। তাই এই ধরনের সমস্যা এড়িয়ে যেতে যত দ্রুত সম্ভব নিজের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করিয়ে নিন। বিষয়টি সম্পর্কে সতর্ক করেছে খোদ আয়কর দফতর।
শনিবার আয়কর দফতরের ( Income tax Office) তরফ থেকে একটি ট্যুইট করা হয়। আর সেখানেই এই তথ্য দেওয়া হয়েছে। ট্যুইটে লেখা হয়, ” ১৯৬১ সালের আয়কর আইন অনুসারে সকল প্যান কার্ড গ্রাহকদের ২০২৩ সালের ৩১ শে মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। এটি বাধ্যতামূলক । তবে যারা লিংক করানোর কাজটি করবেন না তাদের প্যান কার্ডটি নতুন বছরের ১ এপ্রিল থেকে আর কোন কাজেই ব্যবহার করা যাবে না। যা বাধ্যতামূলক তা দরকারিও । তাই কোন মতেই দেরি করা যাবে না। আজই নিজের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করিয়ে ফেলুন”।
জানানো হয়েছে, প্যান কার্ডের সঙ্গে আধার লিংক করার জন্য সময়সীমা দেওয়া হয়েছে ৩১ মার্চ ২০২৩। যারা এই সময়ের মধ্যে লিংক করার কাজটি করবেন না তাঁরা নিজের প্যান কার্ড ব্যবহার করে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না । এছাড়াও প্যান কার্ডের সাহায্যে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ব্যাংকের কাজেও প্যান কার্ড ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আপনার প্যান কার্ড অকেজো হয়ে গেলে প্যান কার্ডের নম্বরটিও কোন কাজে আসবে না । যার ফলস্বরূপ স্বাভাবিকভাবেই প্যান কার্ড গ্রাহকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইট ( www.incometax.gov.in) এর মাধ্যমেও প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন যে কোন ব্যক্তি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম